অজানা, রহস্যময়! পাহাড়, জঙ্গল, সমুদ্রের বাইরে এই ৩ জায়গা ট্র্যাভেলারদের জন্য

Updated on:

Updated on:

Travel 3 secret places outside the known trip spots here is the list

বাংলা হান্ট ডেস্ক: দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতে, ইতিমধ্যে ঘুরতে যাওয়ার কথা অনেকেই ভাবছেন। তবে এই উৎসবের আবহে প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছে। আজকে প্রতিবেদনে আপনাদের সঙ্গে এমন কিছুই জায়গার কথা শেয়ার করব যে জায়গাগুলিতে আপনি অল্প খরচে ঘুরতে যেতে পারবেন‌। এর পাশাপাশি এখানে গেলে অচেনা-অজানা অনেক কিছু খুঁজে বার করতে পারবেন। আর আপনিও যদি অচেনা কিছু খোঁজার চেষ্টা থাকে তাহলে আপনার চেনা রাজ্যের মধ্যেই রইল কিছু অচেনা ঘুরতে যাওয়ার জায়গার খোঁজ।

পরিচিত ট্রিপ স্পটের বাইরে ৩ গোপন জায়গা, রইল লিস্ট (Travel)

ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে পাহাড় অথবা সমুদ্রের কথা। তবে এখন উত্তরবঙ্গ কিংবা পুরি যেতে গেলে সেখানে লোকজনের কোলাহলে আপনি মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন না। কিন্তু আপনার যদি মনোরম পরিবেশ উপভোগ করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ঘুরতে পারেন এই তিনটি জায়গা। এখানে গেলে পরে আপনার মন ভালো হতে বাধ্য (Travel)।

Travel 3 secret places outside the known trip spots here is the list

আরও পড়ুন: বিজয়ার ভোজকে আরও রঙিন করুন,মিষ্টির পাশাপাশি তৈরি করুন চিকেন কাটলেট, জানুন রেসিপি

লেটমসিয়ং: আপনি হয়তো বহুবার মেঘালয় গিয়েছেন। কিন্তু মেঘালয়ের লেটমসিয়ং জায়গাটির নাম শুনেছেন কী? পূর্ব খাসি পাহাড়ে রয়েছে এই ছোট্ট গ্রামটি। এখানে গেলে আপনি দেখতে পাবেন মেঘেদের আনাগোনা। যেহেতু এই গ্রামটি এখন অব্দি অতটা জনপ্রিয় হয়নি তাই এখানে পর্যটকের আনাগোনা সবই শুরু হয়েছে। তাছাড়া এইখানে গেলে আপনি গুহার চারপাশে একাধিক ঝর্ণা দেখতে পারবেন। তাছাড় এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশকে মন ভরে উপভোগ করতে পারবেন (Travel)।

চালাকুড়ি: কেরলের ত্রিশূল জেলায় অবস্থিত এটি। এখানে গেলে আপনি ঝর্না, জলধারা, হ্রদ, চা বাগান সবকিছু দেখতে পাবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন কেরলের অন্যতম আকর্ষণীয় আথিরাপল্লী জলপ্রপাত। এখানে ঘুরতে গেলে ঘুরতে যেতে পারেন থাম্বুরমুঝি জলাধারা। এছাড়া এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার জন্য উপযুক্ত জায়গা হতে পারে আপনার (Travel)।

চেট্টিনাড প্যালেস: তামিলনাড়ু তো অবস্থিত চেট্টিনাড প্যালেস। এটি মূলত একটি রাজকীয় প্রাসাদ। তামিলনাড়ু শিব গঙ্গা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। এখানে গেলে আপনি শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের অপূর্ব দর্শন পাবেন। এর পাশাপাশি এই প্রাসাদটি বিলাসবহুল হোটেল। চাইলে আপনি এখানে থাকার জন্য ঘর বুক করতে পারেন (Travel)।