বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে সোনা কেনার চল রয়েছে বহু বাড়িতে। তার ওপর ধনতেরাসের সময় মানুষের ধূম পরে এই সোনা রুপোর কেনার জন্য। যদিও সোনার দাম বর্তমানে আকাশচুম্বী। যার ফলে জমানোর টাকা থেকে একটি রুপোর লকেট অথবা সোনার লকেট কেনা অনেকের কাছে কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে। জ্যোতিষ বিজ্ঞানী মতে (Astrology) কিন্তু সারা বছর মানুষ কিছু না কিনল এই ধনতেরাসের সময় সোনা অথবা রুপোর কোন গহনা কেনা কেউ শুভ বলে মনে করা হয়।
ধনতেরাসের সোনা কেনার শুভ সময় জানুন (Astrology)
ধনতেরাসের দিন বা তার আগে থেকে নানা সময় জুড়েই শুভ দিনও রয়েছে। সেই দিনে আপনি আপনার পছন্দের জিনিস কিনতে পারেন। আর এই শুভ সময়ের হদিশ দিলেন জ্যোতিষীরা। আপনি চাইলে সেই সময় সোনা অথবা রুপোর যে কোন গহনা কিনতে পারেন (Astrology)।
আরও পড়ুন: অফিসযাত্রীদের দুর্ভোগ! ব্যস্ত সময়ে থেমে গেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো
কবে ধনতেরাস পড়েছে?
চলতি বছর ১৮ অক্টোবর পড়েছে ধনতেরস।
ধনতেরাসের সময় কেন সোনা রুপো কেনা উচিত?
ধনতেরাসের দিন সোনা (Gold) বা রুপোর (Silver) কিনলে ধনসম্পত্তির বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এছাড়া এদিন দেবী ধনলক্ষ্মী ও ধনদেবতা কুবেরের পুজোয় মেতে ওঠেন অনেকে। দারিদ্রতাকে সরিয়ে অভাবকে জয় করে সংসারে সমৃদ্ধি আনার জন্য এই উৎসব বাংলা তথা গোটা দেশে পালিত করা হয়।
ধনতেরাসের মাসে ধাতু কেনার শুভ দিনগুলি কবে?
চলতি বছর দন্তের মাসে সোনা ও রুপো অথবা পিতল প্রমুখ ধরনের ধাতু আপনি কিনতে পারেন। তবে জ্যোতিষ বিজ্ঞানী মতে ৭ অক্টোবর, ১০ অক্টোবর, ১২ অক্টোবর, ১৩ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর মূল্যবান ধাতু কেনার জন্য বেছে নিতে পারেন।
ধনতেরাসের মাসে গাড়ি-বাড়ি কেনার শুভ দিনগুলি কবে?
ধনতেরাসের মাসে ধাতু ছাড়াও অনেকে গাড়ি-বাড়ি বা অন্যান্য সম্পদ কিনে থাকেন। তবে জ্যোতিষ বিজ্ঞানী মতে ১৬ অক্টোবর, ১৭ অক্টোবর, ১৮ অক্টোবর, ১৯ অক্টোবর, ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর বাড়ি, জমি ও গাড়ি কেনার জন্য শুভ (Astrology)।