বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনীতি যে খুব একটা ভালো জায়গায় নেই তা এখন প্রায় সমগ্র বিশ্ব জানে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়েছে যে, ওই দেশটির পুরো অর্থনীতি এখন ঋণের ওপর নির্ভরশীল। এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা IMF (International Monetary Fund) পাকিস্তানকে ঋণ দেওয়ার তালিকার শীর্ষে রয়েছে। ইতিমধ্যেই IMF পাকিস্তানকে কোটি কোটি ডলার ঋণ দিয়েছে। তবে, পাকিস্তানের পদক্ষেপ এখন IMF-কেও ক্ষুব্ধ করেছে।
পাকিস্তানের (Pakistan) ওপর ক্ষুব্ধ IMF:
মূলত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund)-এর কাছে পাকিস্তানের জমা দেওয়া বাণিজ্য তথ্যে ১১ বিলিয়ন ডলারের (৯২,৪০০ কোটি) অসঙ্গতি প্রকাশ পেয়েছে। এমতাবস্থায়, IMF পাকিস্তানকে তিরস্কার করেছে এবং এই অর্থের সঠিক হিসেব দাবি করেছে। ১১ বিলিয়ন ডলারের হেরফেরের পর পাকিস্তান বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে।
ঠিক কী ঘটেছে: দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক রিপোর্ট অনুসারে, পাকিস্তান সিঙ্গেল উইন্ডো (PSW) ২০২৩-২৪ সালে যে পূর্বাভাস দিয়েছিল তার তুলনায় পাকিস্তান রেভিনিউ অটোমেশন লিমিটেড (PRAL) মোট আমদানিতে ৫.১ বিলিয়ন ডলারের হ্রাস পেয়েছে। ২০২২-২৩ সালের পরিসংখ্যানও ৫.৭ বিলিয়ন ডলার কম। মূলত, PRAL-এর তথ্যকে আরও সঠিক বলে মনে করা হয়। ফলস্বরূপ, IMF (International Monetary Fund) পাকিস্তানকে ১১ বিলিয়ন ডলারের হিসেব চেয়েছে।
জানিয়ে রাখি যে, পাকিস্তান ব্যুরো অফ সস্ট্যাটিসটিক্স (PBS)-এর কাছ থেকে একটি প্রতিক্রিয়া চেয়েছিল। পাকিস্তান IMF (International Monetary Fund)-কে সম্পূর্ণ বিবরণ দিয়েছে। একইসঙ্গে, IMF ১১ বিলিয়ন ডলারের লেনদেন জনসমক্ষে প্রকাশ করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: আর “লেট” হবে না ট্রেন! দেশজুড়ে ৪ টি সুপারফাস্ট করিডোরের জন্য ২৪,৬৩৪ কোটি টাকা বরাদ্দ সরকারের
পাকিস্তান তার ভুল স্বীকার করেছে: পাকিস্তানের সঙ্গে আলোচনার সময়, IMF (International Monetary Fund) প্রতিবেশী দেশটিকে স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দিয়েছে। যাতে অবিশ্বাসের পরিস্থিতি তৈরি না হয়। পাকিস্তান IMF-এর কাছে স্বীকার করেছে যে PBS-এর দেওয়া তথ্য সঠিক নয় এবং কিছু ত্রুটি রয়েছে। রিপোর্টে আমদানির পরিসংখ্যান অনুপস্থিত ছিল। এমতাবস্থায়, IMF পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং পুরোনো তথ্য আপডেট করার নির্দেশ দিয়েছে। এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন যে, তিনি IMF-এর ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছেন।