লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা! নতুন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর, মহিলারা পাবেন মোটা টাকা

বাংলা হান্ট ডেস্ক: মহিলাদের আর্থিক সুবিধা প্রদানের লক্ষ্যে এবং তাঁদের স্বাবলম্বী করে তুলতে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয় সরকারের তরফে। আর সেই কারণেই রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও (Central Government) বিভিন্ন প্রকল্প চালু করে। ঠিক সেই রেশ বজায় রেখেই লোকসভা নির্বাচনের আগে দেশের (India) একটি রাজ্যে শুরু হল নতুন প্রকল্প। যেটির মাধ্যমে মহিলাদের অর্থ প্রদান করা হবে। এমতাবস্থায়, এই প্রকল্পটির নাম হল মাহতারি বন্দনা যোজনা (Mahtari Vandana Yojana)।

আমাদের রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে ছত্তিশগড় সরকারের তরফে এই প্রকল্প চালু করা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এই প্রকল্পের সূচনা করেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই বিশেষ প্রকল্পের মাধ্যমে ২৩ থেকে ৬০ বছর বয়সী মহিলারা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১ হাজার টাকা করে পাবেন।

এই প্রকল্পের মাধ্যমে কারা হবেন লাভবান: জানিয়ে রাখি যে, এই প্রকল্পের প্রত্যক্ষ সুবিধা পাবেন ছত্তিশগড়ের বিবাহিতা মহিলারা। এর পাশাপাশি বিধবা এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মহিলারাও এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, প্রতিমাসের ১০ তারিখে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা পড়বে। এই প্রকল্পের দায়িত্ব রয়েছে ছত্তিশগড়ের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর। মূলত, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Prime Minister launched the new Scheme.

প্রকল্পের শর্ত: এমতাবস্থায়, যে মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাঁদেরকে অবশ্যই ছত্তিশগড়ের বাসিন্দা হতে হবে এবং তাঁদের বয়স থাকতে হবে ২৩ থেকে ৬০ বছরের মধ্যে। এর পাশাপাশি তাঁদের বিবাহিত বা বিধবা হতে হবে। এছাড়াও, ওই মহিলাদের পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। এমতাবস্থায়, এই প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসেরও। সেক্ষেত্রে থাকতে হবে আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইনকাম সার্টিফিকেট।

আরও পড়ুন: খালিস্তানি ফান্ডিং নেটওয়ার্কের পিঠ ভাঙতে বড় অ্যাকশন ব্রিটেনের! বাজেয়াপ্ত হল ৩০০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট

কিভাবে করবেন আবেদন: এই প্রকল্পে আবেদন অনলাইন মারফত করা যাবে। এর পাশাপাশি স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে পঞ্চায়েত বা ব্লকের শিশু এবং নারী কল্যাণ দপ্তরে গিয়েও আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। এর পাশাপাশি প্রয়োজন ডকুমেন্টসের। যেগুলিতে আবেদনকারীর নিজের সই থাকতে হবে। সমস্ত কিছু ঠিক থাকলে আবেদন করার পরের মাস থেকেই আবেদনকারী তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা করে পেতে থাকবেন।

আরও পড়ুন: স্বাধীনতার সঙ্গে জড়িত, ইস্টবেঙ্গলের মশাল লোগোর ইতিহাস জানলে গর্ব করবেন

প্রকল্পের সুবিধা পাবেন ৭০ লক্ষ মহিলা: জানিয়ে রাখি যে, মাহতারি বন্দনা যোজনার সুবিধা পাবেন প্রায় ৭০ লক্ষ মহিলা। এর জন্য প্রথম কিস্তিতে বরাদ্দ করা হচ্ছে ৭০০ কোটি টাকা। এদিকে প্রধানমন্ত্রী এই প্রকল্পের সূচনা মাধ্যমে জানান, এক্ষেত্রে কোনোরকম অসুবিধে ছাড়াই মহিলারা প্রতিমাসে ১ হাজার টাকা করে পাবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর