নর্থ বেঙ্গল যাত্রা বাতিল হলেও ঘুরে আসুন এই ৩ নিকটবর্তী প্রাকৃতিক পরিবেশে

Published on:

Published on:

Travel even if you can't go to North Bengal due to landslides visit these 3 places

বাংলা হান্ট ডেস্ক: পুজোর রেল এখনো কাটে নি। তবে পুজোর আগে অথবা পুজোর মধ্যে যেমন বহু মানুষ ঘুরতে গিয়েছে (Travel)। তেমনি পুজোর পরে ঘুরতে যাওয়ার প্ল্যান অনেকেই করেছেন। কিন্তু খারাপ আবহাওয়ার ফলে উত্তরবঙ্গে ধস-বন্যা ও বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে উঠেছে। এর ফলে আপনার যদি এই মুহূর্তে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান থাকে। তাহলে এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেই প্ল্যান ক্যানসেল করেছেন। কিন্তু প্ল্যানের বদল এসেছে বলে কি ঘুরতে যাওয়া বাতিল করা যায়? ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল না করে ঘুরে আসুন পরিবার প্রিয়জনদের নিয়ে এই তিনটি জায়গায়।

ধসের কারণে নর্থ বেঙ্গল না গেলেও ঘুরে আসুন এই ৩ জায়গায় (Travel)

ঘুরতে যাওয়ার কথা বললে সবার প্রথম মাথায় আসে দিপু দার কথা। অর্থাৎ দার্জিলিং, পুরী অথবা দিঘার কথা। কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গ যাওয়া ভীষন চাপের। সেখানে ক্রমাগত বৃষ্টির ফলে একাধিক রাস্তায় ধস নেমেছে। পাশাপাশি বিভিন্ন জায়গার রাস্তা আটকে রয়েছে। আর এহেন পরিস্থিতিতে বহু মানুষ বর্তমানে উত্তরবঙ্গের যাওয়ার প্ল্যান ক্যান্সেল করছেন। কিন্তু উত্তরবঙ্গ যাওয়া ক্যান্সেল হলেও আপনি যেতে পারেন এই তিনটি জায়গায়। যেখানে গেলে আপনি ও আপনার প্রিয়জনেরা মন ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।

 Travel even if you can't go to North Bengal due to landslides visit these 3 places

আরও পড়ুন: আচমকা যাত্রা বদল! আর টিকিট বাতিলের ঝামেলা নেই, রেল আনল নতুন সুবিধা

গড় জঙ্গল: কলকাতা থেকে মাত্র তিন ঘণ্টা লাগবে। পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকে গড় জঙ্গল। জনশ্রুতি, ভাগবত ও পুরাণ অনুযায়ী মহামুনি মেধসের নির্দেশে সত্যযুগে রাজা সুরত গড় জঙ্গলের ভিতরে দুর্গাপুজোর প্রচলন করেছেন। রাজা সুরতের তৈরি মন্দিরে আধুনিক যুগে ফের পুজো শুরু করেন যোগীরাজ গিরি। এখানে গেলে আপনি টেরাকোটার মন্দির দেখতে পাবেন। পাশাপাশি এখানে রয়েছে ইছাই ঘোষের দেউল, গোলাপের বাগান।

অযোধ্যা পাহাড়: অযোধ্যা পাহাড় চেনে না এমন মানুষ নেই। পুরুলিয়া (Purulia) গেলে একবার হলেও এইখানে মানুষ যাবেই। কারণ এই পাহাড়ের সৌন্দর্য চোখে পড়ার মতন। এখানে একাধিক জলাধার, ঝর্না রয়েছে। এছাড়াও এখানে আয়রন লেক, মুরুগুমা, লোয়ার ড্যাম-আপার ড্যামের মতো অনেক দ্রষ্টব্যই আছে এখানে। পাশাপাশি সিরকাবাদ, বাঘমুন্ডি দুই দিক দিয়েই যাওয়া যায় অযোধ্যা পাহাড়ে। এখানে যেতে গেলে পথে দেখা মেলে গজাবুরু শৃঙ্গের। ঘুরে দেখতে পারেন খয়রাবেড়া ড্যাম। আপনি যদি এখানে রাতে থাকতে চান তাহলে হোটেল অথবা সরকারি থাকার জায়গা পাবেন।

হেনরি আইল্যান্ড: আপনি পরিবার প্রিয়জন অথবা বন্ধু-বান্ধবদের নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বকখালি আসতে পারেন। সেখানেই রয়েছে হেনরি আইল্যান্ড। তবে এখানে বড় বড় ঢেউ নেই। এখানকার নির্জনতা সত্যিই মনোরম। হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তাটিও ভারী মনোরম। সমুদ্রের সৌন্দর্য উপভোগে সৈকতে নজর মিনারও রয়েছে। ভোরের দিকে না হলে বিকালের সময়টাই সৈকত উপভোগের জন্য আদর্শ। এখানে আসলে আপনি অনায়াসে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন (Travel)।