বাংলা হান্ট ডেস্কঃ বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও SIR নিয়ে শুরু হল তৎপরতা। ভোটার তালিকা সংশোধনের কাজকে স্বচ্ছ ও নির্ভুল করতে আজ রাতেই রাজ্যে পৌঁছোচ্ছে নির্বাচন কমিশনের (Election Commission) বিশেষ টিম। সূত্রের খবর, জ্ঞানেশ ভারতী সহ কমিশনের চার আধিকারিক আজ রাতেই কলকাতায় আসছেন। আগামী তিন দিন ধরে চলবে পর্যালোচনা বৈঠক ও জেলা পরিদর্শন।
তিন জেলার ওপর পাখির চোখ কমিশনের (Election Commission)
সূত্রের খবর কমিশনের (Election Commission) নজরে সবচেয়ে বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। বুধবার উত্তরবঙ্গ বাদ দিয়ে রাজ্যের সব জেলার DM ও ERO দের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা। তারপর সরাসরি রাজারহাট-গোপালপুর, পরে বারাসাতে যাবেন তাঁরা। বৃহস্পতিবার সকাল দশটা থেকে কোলাঘাটে তিন জেলার সঙ্গে বৈঠক হবে বলে জানা গিয়েছে।
এই অবস্থায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে যে এই তিন জেলাকেই প্রথম কেন বেছে নিল কমিশন? সূত্রের খবর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরকেই প্রথমে লক্ষ্যবস্তু করেছে কমিশন (Election Commission)। বিজেপির তরফে অভিযোগ ছিল, সরকারি কর্মীদের বাদ দিয়ে বেসরকারি কর্মীদের BLO (Booth Level Officer) হিসেবে নিয়োগ করা হচ্ছে, যা নির্বাচনী নিয়মের পরিপন্থী। বিশেষ করে বাঁকুড়া ও ঝাড়গ্রাম নিয়েই অভিযোগের পাহাড় জমেছিল কমিশনের টেবিলে।
কমিশনের (Election Commission) এক আধিকারিক জানিয়েছেন, বাঁকুড়ায় ২০০২ সালের ভোটার তালিকা ও ২০২৫ সালের তালিকার মধ্যে বিশাল গরমিল ধরা পড়েছে। বহু ভোটারের নাম উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। তাই সেসব খতিয়ে দেখতেই মাঠে নামছে কমিশন। সূত্রের খবর, রাজারহাট গোপালপুর নিয়েও তৎপর কমিশন। সেখানকার DEO, IT সেল এবং ERO দের সঙ্গে আলাদা বৈঠক নির্ধারিত হয়েছে। দুটি বিধানসভা এলাকায় সমস্ত BLO দের সঙ্গেও সরাসরি কথা বলবে কমিশনের প্রতিনিধি দল।
কমিশনের ফোকাসে রাজারহাট থেকে কোলাঘাট
রাজারহাটে ইতিমধ্যেই কয়েকজন ERO-র বিরুদ্ধে কমিশনের (Election Commission) কাছে অভিযোগ জমা পড়েছে। সেই বিষয়ও আলোচনায় থাকবে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, এই সফর কেবল ‘অফিসিয়াল পরিদর্শন’ নয়, বরং সরাসরি মাঠ পর্যায়ের ত্রুটি ধরার এক প্রয়াস। সব মিলিয়ে স্পষ্ট, বাংলায় SIR পর্বে কড়া নজরদারির মুডে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, এর আগে রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণ হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক, ERO, AERO, এবং ইলেকশন ওসি-রা। মুখ্য নির্বাচনী আধিকারিকের নেতৃত্বে সেই বৈঠকে বিশেষ নির্দেশ দেওয়া হয় স্বচ্ছ তালিকা তৈরির ওপর। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যে ভোটার সংখ্যা প্রায় ৭ কোটি ৬৫ লক্ষ। ফলে প্রায় ১৫ কোটি ফর্ম ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্রের খবর, ওই ফর্মের ধাঁচ বিহারের SIR প্রক্রিয়ার মতোই হবে। সব ফর্ম পাঠানো হবে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে। সব মিলিয়ে, বাংলায় আসন্ন ভোটার তালিকা সংশোধন পর্বের আগে কমিশনের এই হঠাৎ তৎপরতায় রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।