বাংলা হান্ট ডেস্ক: এফডি প্রবীণ নাগরিকদের জন্য একটা বড় সম্বল। কারণ, এর থেকে যে রিটার্ন (FD Rates) পাওয়া যায় তাতে বাকি জীবন চালানোর কথা ভাবে প্রবীণ নাগরিকেরা। তাছাড়া অবসর জীবনের আর্থিকভাবে একমাত্র সম্বলের জায়গা পেনসন । এখন এই পেনশনের বিভিন্ন ধরনের স্কিমের সুযোগ রয়েছে। এছাড়াও প্রতি মাসে প্রবীণ দিয়ে জীবনযাত্রা চাহিদা পূরণ করে এই টাকা। তবে অবসর গ্রহণের পর সবার কোন বাধা ছাড়া তারা তাদের পেনশন পেতে চান। কিন্তু কখনো কখনো একটি ছোট অবহেলা হয়ে উঠতে পারে বড় সমস্যার কারণ। তবে এবার সিনিয়র সিটিজেনদের জন্য রিটার্ন গ্যারান্টি একই সঙ্গে ভালো অংকের সুদের জন্য় বেশিরভাগ প্রবীণেরা এফডির দিকে ঝোঁকেন (FD Rates)।
উৎসবের মরশুমে FD-তে চমকপ্রদ রিটার্ন প্রবীণদের জন্য (FD Rates)
প্রবীণ নাগরিকেরা তাদের আর্থিক টাকা এফডির মাধ্যমে রাখতে পছন্দ করেন। কারণ এতে তারা ভালো অংকের টাকার এফডি করে থাকেন। কিন্তু উপযুক্ত হারের সুদ পান না (FD Rates)। এর ফলে দেশের কয়েকটি স্মল ব্যাংকের এফডিতে আকর্ষণীয় হারে সুদ আছে। সেখানে অত্যন্ত ভালো বা হাই রিটার্ন পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকমের সুদ রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য। যেখানেই সুদের হার থাকে ৮.২%। তবে এই এফডি ৩ কোটি টাকার কমপ্লিট ডিপোজিট এর ক্ষেত্রেই এই বিশেষ সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: ধনতেরাসের আগেই বাড়ল সোনার দাম! চিন্তিত ক্রেতা ও বিক্রেতারা , জানুন আজকের রেট
এবার এক নজরে দেখে নিন দেশের সেরা ৮ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সুদের হার রিটার্ন সহ।
1) ইএএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (ESAF Small Finance Bank FD Rates) ৪৪৪ দিনের এফডিতে সাধারণ নাগরিকদের জন্য সুদ ৭.৬ শতাংশ ৷ প্রবীণ নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট বেড়ে ৮.১ শতাংশ হারে সুদ৷
2) AU স্মল ব্যাঙ্কের এফডি প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৬ শতাংশ ৷ আর এই রেট ২ বছর ১ দিনের জন্য ৩ বছরের বিনিয়োগে পাওয়া যাবে ৷ এটি ৩ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে৷
3) উৎকর্ষ (Utkarsh Small Finance Bank FD Rates) ব্যাঙ্কের পক্ষ থেকে ২ থেকে ৩ বছরের অবধিতে সুদের হার ৮.১৫ শতাংশ।
4) জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank FD Rates)। ২-৩ ও ৫ বছরের এফডিতে সুদের হার ৮ শতাংশ৷
5) শিবালিক স্মল সেভিংস ফাইন্যান্স (Shivalik Small Finance Bank FD Rates) ১৮ মাস থেকে ২৪ মাসের অবধিতে সুদের হার ৭.৮ শতাংশ। এটি ১৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে৷
6) স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Slice Small Finance Bank FD Rates) ১৮ মাস ১ দিন থেকে ১৮ মাস ২ দিনের অবধিতে সুদের হার ৭.৭ শতাংশ ৷ নতুন দর ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে।
7) সূর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank FD Rates) এফডিতে সুদের হার সব থেকে বেশি ৮.৪ শতাংশ। যা নতুন সুদের হার ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর৷
8) উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (Ujjivan Small Finance Bank FD Rates) ২ বছরের অবধিতে ২ বছরের অবধিতে সুদের হার ৭.৪৫ শতাংশ। আর এটি প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫ শতাংশ হারে সুদ (FD Rates)৷