বাংলা হান্ট ডেস্ক: অহমিয়া গায়ক জুবিন গার্গের (Zubeen Garg) মৃত্যুর পর থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর এবার সেই মৃত্যুর চাঞ্চল্যকর মোড় দেখা দিল। জানা যায় জুবিন গার্গের মৃত্যুতে বুধবার সকালে গায়কের খুড়তুতো ভাইকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
জুবিন মৃত্যুতে ১৮০ ডিগ্রি মোড়, গ্রেফতার গায়কের ভাই (Zubeen Garg)
সূত্রের খবর, বুধবার দিন সকালবেলা জুবিন গার্গের মৃত্যুর তদন্তের জন্য তার খুড়তুতো ভাই সন্দীপন গার্গকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনকভাবে মৃত্যু হয় গায়কের। সেই সময় জুবিনের (Zubeen Garg) সঙ্গেই ছিলেন তার খুড়তুতো ভাই।
যদিও গায়কের মৃত্যুর পর এখনো অব্দি ৫ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে যোগদান করতে গিয়ে গায়কের রহস্যজনকভাবে মৃত্যু হয়। তারপর থেকে নানা ধরনের প্রশ্ন উঠেছিল বিনোদন মহলে।
আরও পড়ুন: হলুদ ধাতুর বাজারে বড় পরিবর্তন? ৫০% পর্যন্ত কমতে পারে সোনার দাম
যদিও এই ঘটনার পর এসআইটি প্রধান তথা স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা এএনআইকে জানান, গায়ক জুবিন গার্গের (Zubeen Garg) মৃত্যু মামলায় সন্দীপন গার্গ নামে এক এপিএস অফিসারকে গ্রেফতার করেছে অসম পুলিস। তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
গায়কের (Zubeen Garg) ভাইয়ের বিরুদ্ধে খুন, খুন না হলেও গুরুতর দায়িত্বজ্ঞানহীন কাজের ফলে মৃত্যু অথবা অপরাধ মূলক ষড়যন্ত্র ও অবহেলার ফলে জুবিন গর্গের মৃত্যু হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সন্দীপন গার্গকে স্থানীয় আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাকে সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। যদিও SIT তাকে ১৪ দিনের হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছিলেন।