বাংলা হান্ট ডেস্কঃ উত্তর ২৪ পরগনার গাইঘাটার পাঁচপোতায় মঙ্গলবার সন্ধ্যায় দলীয় বিজয়া সম্মেলনীতে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। সেখানেই মঞ্চে উঠে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তিনি বলেন, “এসআইআর যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে এই সরকারের কোনও নিস্তার নেই।”
১ কোটির বেশি অবৈধ ভোটার বাংলায়, দাবি শান্তনুর (Shantanu Thakur)
এদিন শান্তনু ঠাকুর (Shantanu Thakur) দাবি জানিয়ে বলেন, “বাংলার ভোটার তালিকায় অন্তত ১ থেকে ১ কোটি ২০ লক্ষ মানুষ অবৈধভাবে নাম তুলেছেন।” তিনি আরও বলেন, “এসআইআর চালু হলে এঁদের নাম বাদ যাবে। তখন দেখা যাবে কত রোহিঙ্গা, কত বাংলাদেশি, কত ভূতুড়ে ভোটার রয়েছে রাজ্যে।” শান্তনু সাফ জানান,“বাংলায় এসআইআর হলে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীরা আর ভোট দিতে পারবে না।”
“স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে”, বললেন শান্তনু
বিজয়া সম্মেলনীর বক্তব্য শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তিনি বলেন, “আমরা চাই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক। দেখতে চাই কত রোহিঙ্গা বাদ যায়, কত বাংলাদেশি বাদ যায়, কত ভূতুড়ে ভোটার বাদ যায়।” তবে শরণার্থীদের প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, “শরণার্থীরা বাংলাদেশে পুশব্যাক হবে না। তাঁরা নাগরিকত্ব পেলে আবার ভোটার হবেন। সাধারণ মানুষ যারা বাংলায় পরিবর্তন, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য উন্নতি চান, তাঁদের ভোটেই বিজেপি সরকার গঠন করবে।”
এই ইস্যুতে সরব তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন, “এসআইআরে সবথেকে বেশি ক্ষতি হবে মতুয়া উদ্বাস্তুদের। বিজেপিতে যারা ভোট দেয়, তাদের নামই বাদ যাবে। এতে তৃণমূলের কোনও ক্ষতি হবে না, বরং আমাদের আসন বাড়বে।”
তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বক্তব্যে তীব্র কটাক্ষ করেন। তাঁর মন্তব্য, “রাজ্য বিজেপি নেতৃত্ব আর স্বরাষ্ট্রমন্ত্রী আগে বসে ঠিক করুক তারা কী চায়। এরা মানুষকে বিভ্রান্ত করে রেখেছে।”
আরও পড়ুনঃ বিহারে ছাড়, বাগডোগরায় ১৮০০০! বিমানভাড়ায় বৈষম্যে নিয়ে ক্ষুব্ধ মমতা
শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) এসআইআর মন্তব্যকে ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপির তরফে যেখানে অবৈধ ভোটার বাদ দেওয়ার বার্তা, তৃণমূল সেখানে পাল্টা বলছে এই নীতিতে মতুয়াদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। এরফলে এসআইআর কে ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে নতুন চর্চা।