“সাত দিনের মধ্যে ঘর তৈরি হোক”, মুখ্যমন্ত্রীর কাছে ইন্সট্যান্ট আবাস যোজনার দাবি জানালেন সুকান্ত মজুমদার

Published on:

Published on:

Sukanta Majumdar urges Bengal Govt to build houses under Awas Yojana for flood victims

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গে বন্যায় হাজার হাজার মানুষ ঘরছাড়া। তাঁদের জন্য এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বুধবার জলপাইগুড়ির বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, বন্যায় যাঁদের ঘর ভেঙেছে, তাঁদের স্পট ভিজিট করে রাজ্যের আধিকারিকরা যেন সঙ্গে সঙ্গে প্রথম কিস্তির টাকা অনুমোদন করে দেয়। আর সাত দিনের মধ্যে যেন ওই টাকা বানভাসিদের অ্যাকাউন্টে চলে যায়।”

বুধবার উত্তরবঙ্গে গিয়েছিলেন সুকান্ত (Sukanta Majumdar)

বানভাসিদের জন্য ত্রান বিলি করতে বুধবার উত্তরবঙ্গে যান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে জলপাইগুড়ির তিনটি বিধানসভা ঘুরে বানভাসিদের সঙ্গে দেখা করেন সুকান্ত। অনেকেই তাঁর কাছে ঘর তৈরির অনুরোধ জানান। ময়নাগুড়িতে এক বানভাসি পরিবার তাঁর পা ধরে কেঁদে ফেলেন। সুকান্ত বলেন, “মানুষ সত্যিই কষ্টে আছে। রাজ্য সরকার যদি আন্তরিক হয়, এক সপ্তাহের মধ্যেই ঘর বানানো সম্ভব।”

উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গে গিয়েছিলেন। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, ভাঙা রাস্তা ও ব্রিজ ১৫ দিনের মধ্যে ঠিক করতে। নিহতদের পরিবারে একজন করে সদস্যকে হোমগার্ডে চাকরি দেওয়ার কথাও বলেছেন তিনি।

এছাড়া, দুর্গত এলাকাগুলিতে কমিউনিটি কিচেন চালিয়ে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী। যাঁদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, তাঁদের নামের তালিকা তৈরি হচ্ছে। যাঁদের নথি নষ্ট হয়ে গেছে, তাঁদের নতুন করে আধার, রেশন ও কাস্ট সার্টিফিকেট বানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

Sukanta Majumdar urges Bengal Govt to build houses under Awas Yojana for flood victims

আরও পড়ুনঃ ১ কোটি ২০ লক্ষ ভোটারের নাম বাদ পড়বে! বাংলায় SIR নিয়ে ‘বিস্ফোরক’ বার্তা দিলেন শান্তনু ঠাকুর

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রশাসনকে একাধিক নির্দেশ দিলেও আবাসন তৈরি নিয়ে কোন কথা বলেননি। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) অনুরোধে মুখ্যমন্ত্রী কোন প্রতিক্রিয়া জানায় কিনা, বা আবাসন তৈরি নিয়ে কোন ঘোষণা করেন কিনা এখন সেদিকেই তাকিয়ে রাজনীতি মহল।