উৎসবের মরশুমে ফের যাত্রী ভোগান্তি! খড়গপুর ডিভিশনে বাতিল হল আরও ১০ টি ট্রেন

Published on:

Published on:

Train Cancelled in Kharagpur division ahead of festival passengers suffer greatly

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরসুমের মাঝে আবারও সমস্যার মুখে পড়তে চলেছে নিত্যযাত্রীরা। ফের খড়গপুর ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হল (Train Cancelled)। রেলের তরফ থেকে উৎসবের মরশুমের মাঝে আরও ১০ টি ট্রেন বাতিল করা হল বলে ঘোষণা করা হয়।

যাত্রীদের চরম ভোগান্তি, খড়্গপুর ডিভিশনে ১০টি ট্রেন বাতিল (Train Cancelled)

বুধবার খড়গপুর ডিভিশনের তরফ থেকে জানানো হয়েছে, ৭ অক্টোবর থেকে ১৩ অক্টোবরের মধ্যে শুধুমাত্র খড়গপুর টাটা লাইনের দশটি ট্রেন বাতিল করা হয়েছে। তবে এই ট্রেন বাতিলের ফলে যাত্রীরা সমস্যায় পড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন রেল কর্তৃপক্ষ। কিন্তু ইন্টারলোকিং কাজের জন্য এই ট্রেন গুলো (Train Cancelled) বাতিল করা হয়েছে। তবে নিত্যযাত্রীরা অভিযোগ জানিয়েছে এই উৎসবের মরশুমের মধ্যে এই কাজ করায় অসুবিধার মুখে পড়তে হবে নিত্যযাত্রীদের।

Train Cancelled in Kharagpur division ahead of festival passengers suffer greatly

আরও পড়ুন: লক্ষ্মীবারে আকাশছোঁয়া সোনার দাম! আজকে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত জানুন

দেখে নিন খড়গপুর টাটা লাইনের কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে

ইন্টারলোকিং কাজের জন্য যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলো নিচে জানানো হল।

১) চাকুলিয়া-টাটা আপ ও ডাউন (৬৮১২৭,৬৮১২৮)

২) খড়্গপুর-ঝাড়গ্রাম-পুরুলিয়া আপ ও ডাউন নিয়ে ৪টি মেমু (৬৮০৯৩, ৬৮০৯৪, ৬৮০২৩, ৬৮০২৪)

৩) খড়্গপুর-টাটা প্যাসেঞ্জার আপ ও ডাউন (৫৮০২৭, ৫৮০২৮)

৪) খড়্গপুর-টাটা মেমু আপ ও ডাউন (৬৮০১৫, ৬৮০১৬)

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর (Kharagpur) ডিভিশনে বর্তমানে যাত্রী দুর্ভোগের মাত্রা বাড়ছে ক্রমশ্য। তার উপর বাতিল হওয়া ট্রেনের পাশাপাশি, প্রতিদিনের ট্রেন বিলম্বে যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে। নিত্যযাত্রীদের অভিযোগ লোকাল ট্রেন ৩-৪ ঘণ্টা পর্যন্ত লেট হচ্ছে। এর ফলে কর্মজীবী ও ছাত্রছাত্রীদের দৈনন্দিন জীবন একেবারে বিপর্যস্ত। তাছাড়া দূরপাল্লার ট্রেনগুলিতেও একই সমস্যা দেখা দিচ্ছে।

অপরদিকে হাওড়া থেকে ওড়িশা, ঝাড়খণ্ড বা পুরুলিয়া গামী একাধিক ট্রেন নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছচ্ছে গন্তব্যে। হাওড়া-মেদিনীপুর লাইনেও প্রতিদিন কয়েক ঘণ্টা দেরিতে পৌঁছচ্ছে লোকাল ট্রেন (Train Cancelled)।