বাংলা হান্ট ডেস্কঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার পদে নিয়োগ ঘিরে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে রাজ্যে (Anganwadi Worker Protest)। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেই সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে, আর এতে ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মীরা। কারণ কেন্দ্রের নির্দেশ ছিল সুপারভাইজার পদে ৫০ শতাংশ নিয়োগ হওয়া উচিত অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে এবং বাকি ৫০ শতাংশ ফ্রেশারদের মধ্যে থেকে। কিন্তু রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে, ফ্রেশারদের জন্য আসন সংখ্যা প্রায় দ্বিগুণেরও বেশি।
অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি অন্যায় করা হচ্ছে বলে দাবি (Anganwadi Worker Protest)
অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, “পুরো ভ্যাকেন্সির ৮৭ শতাংশ আসনই ফ্রেশারদের জন্য বরাদ্দ করা হয়েছে।” তাঁদের অভিযোগ, এই প্রক্রিয়া কেন্দ্রের নিয়ম লঙ্ঘন করা হয়েছে, এবং বহু বছর ধরে পরিষেবা দেওয়া অঙ্গনওয়াড়ির কর্মীদের প্রতিও অন্যায় করা হচ্ছে।
হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলছে নিয়োগ প্রক্রিয়া
এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি মামলা গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালত জানায়, কেন্দ্রের নির্দেশ মেনে ৫০ শতাংশ নিয়োগ দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকলেও, কর্মীদের অভিযোগ রায় না আসার আগেই ফ্রেশারদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে সরকার।
এক অঙ্গনওয়াড়ি কর্মী বলেন, “আমরা ২০১৯ সালের বিজ্ঞপ্তিতে অংশ নিয়েছিলাম। কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী আমাদের ৫০ শতাংশ জায়গা পাওয়ার কথা। কিন্তু ডিপার্টমেন্ট ৮৮.৫ শতাংশ ফ্রেশার নিয়োগ করছে। আমরা কেস করি, সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে জিতি। তবুও সরকার কোর্টের নির্দেশ মানছে না।” বিক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মীদের আশঙ্কা, এইভাবে চললে যাঁদের বয়স বেশি, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন।
আরও পড়ুনঃ প্রশ্নভুল মামলার নিষ্পত্তি আগেই নিয়োগ? প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিতর্ক শুরু
এই পরিস্থিতিতে এখন রাজ্যের হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker Protest) এখন চোখ রেখেছেন সুপ্রিম কোর্টের দিকে। আদালতের রায়ই ঠিক করবে, তাঁরা নিজেদের চাকরি রাখতে পারবেন কিনা, নাকি রাজ্য প্রশাসনের কারণে শেষ সুযোগ হাতছাড়া হবে তাঁদের।