বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ব্রিগেড থেকে আসন্ন লোকসভা নির্বাচনের তাক লাগানো প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। তাতে যেমন একাধিক নতুন নাম রয়েছে, তেমনই বাদ পড়েছে অর্জুন সিং এর মতো হেভিওয়েটরা।লোকসভার (Loksabha Vote) টিকিট না মিলতেই একেবারে বিদ্রোহী মেজাজে ধরা দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (MP Arjun Singh)। ‘তৃণমূল টিকিট দেবে বলে এনেছিল। পাবনা জানলে ফিরতামই না।’ গোসাঁ করে এমন মন্তব্যও শোনা গিয়েছে অর্জুনের গলায়। আর এবার আরও এক ধাপ এগিয়ে মঙ্গলের সকালে অর্জুনের দফতর থেকে সরল মমতা, অভিষেকের ছবি।
লোকসভার পাকা টিকিট তাকে দেবে দল। এমনটাই আশা ছিল অর্জুনের। তবে টিকিট না দেওয়ায় প্রথমে হতাশ আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন তৃণমূলের অর্জুন। বিক্ষোভ দেখাতে শুরু করেছে তার অনুগামীরাও। অর্জুন ফের বিজেপিতে ফিরে যেতে পারেন বলেও জল্পনা শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতেই এবার সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ।
এদিন অর্জুন বলেন, ‘আমি প্রকাশ্যে ভুল স্বীকার করছি। তৃণমূলে ফিরে আসা আমার ভুল ছিল। সেই ভুল থেকে যা শিক্ষা পেলাম তাতে একটা বই তৈরী হয়ে যাবে। আমার ছেলে এই বিষয়ে আগেই বলেছিল, তোমাকে তৃণমূল টিকিট দেবে না। তোমায় এরা অসম্মান করছে। এটা শুধুমাত্র ওদের প্ল্যান। ছেলের কথাই ঠিক হল। ওর কাছেই আমাকে রাজনীতি শিখতে হল।’
অর্জুনের আক্ষেপ, ‘দেড় বছর আমার নষ্ট হয়ে গেল। পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিতও দিয়েছেন অর্জুন। এবার জল্পনা জোড়ালো হচ্ছে যে তাহলে কী তিনি ফের বিজেপিতে ফিরে যাচ্ছেন? এই বিষয়ে অর্জুনবাবু বলেন, ‘কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন আমি তৃণমূলে আছি, না নেই।’
এরই মধ্যেই রবিবারই এক সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, ‘অর্জুন সিং-কে কোনো দিনই ওরা বিশ্বাস করেনা আমরা জানি। তিনি যে এই দুবছর গেছেন, ব্যারাকপুরের বিজেপি কর্মীদের কখনও উত্তপ্ত বা আক্রমণ করেননি। তার যৌথ পরিবারে থাকা পুত্র পবন সিং, কখনও বাবা তার ছেলেকে প্রেসার করেনি যে তুমি বিজেপি ছাড়ো।’
শুভেন্দু বলেন, ‘আমাদের অনেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল, আমার সঙ্গেও ছিল। তিনি কী করবেন আমি জানি না। আমাদের রাষ্ট্র নেতারা কী করবেন আমি জানি না।’ অর্জুন সিং ফের পদ্ম শিবিরে ফিরবেন কি না, ফিরতে চাইলেও বিজেপি তাকে গ্রহণ করবে কি না, সেই বিষয়ে অবশ্য স্পষ্ট করে কোনো মন্তব্য করতে চান নি শুভেন্দু।