প্রতীক্ষার অবসান! শেষমেশ মিটল দাবি, উত্তরবঙ্গের জন্য নয়া ট্রেনের ঘোষণা রেলের

বাংলাহান্ট ডেস্ক : ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে ভারতীয় রেলের প্রভাব অপরিসীম। অর্থনীতির পাশাপাশি পরিবহণ ক্ষেত্রে ভারতীয় রেল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী নির্ভরশীল ভারতীয় রেলের উপর। আজ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে গেছে ভারতীয় রেলের নেটওয়ার্ক। প্রতিনিয়ত ভারতীয় রেলের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে নিজেদের পরিষেবা আরো উন্নত করার। 

যত সময় যাচ্ছে ততই বাড়ছে ট্রেনের সংখ্যা। এবার বাংলার মানুষের কথা ভেবে ভারতীয় রেল বড় পদক্ষেপ নিল। দীর্ঘদিনের যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেল গ্রহণ করেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ভারতীয় রেলের এই সিদ্ধান্তের কথা জানলে অনেকেই খুশি হবেন। অবশেষে দীর্ঘদিনের দাবি পূর্ণতা পেল বলাই যায়। সোমবার থেকে একটি নতুন বাণিজ্যিক ট্রেনের পথ চলা শুরু হল।

আরোও পড়ুন: এয়ারটেল গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ! রিচার্জ প্ল্যানের দাম বাড়ল ৪০ টাকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৯ই মার্চ এই ট্রেনের উদ্বোধন করেন। নতুন এই ট্রেন চলাচল করছে শিলিগুড়ি জংশন থেকে উত্তর দিনাজপুরের রাধিকাপুরের মধ্যে। দীর্ঘদিন ধরে যাত্রীদের দাবি ছিল এই রুটে নতুন ট্রেন চালানোর। যাত্রীদের দাবি মেনে নিয়ে অবশেষে ভারতীয় রেল এই উদ্যোগ নিল। ৫৭৭০৬ ও ৫৭৭০৫ – এই নতুন দুটি নম্বরের ট্রেন চলাচল শুরু করল।

train new 1

শিলিগুড়ি জংশন থেকে ৫৭৭০৬ নম্বর ট্রেনটি প্রতিদিন সকাল ৬টায় ছাড়বে। এই ট্রেন রাধিকাপুর পৌঁছাবে সকাল ১১ টায়। অন্যদিক থেকে রাধিকাপুর থেকে ৫৭৭০৫ নম্বর ট্রেনটি প্রতিদিন বিকেল ৪টের সময় ছাড়বে। ট্রেনটি শিলিগুড়ি এসে পৌছাবে রাত ৯:৩০ টার সময়। যাত্রা পথে এই ট্রেন দুটি স্টপেজ দেবে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারসই, ডালখোলা, কিষাণগঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর