বাংলা হান্ট ডেস্কঃ উৎসবের আবহেই বাংলায় ইডি হানা (ED Raid)। সাতসকালে খাস কলকাতায় (Kolkata) চিরুনি তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। শহরের জায়গায় জায়গায় তল্লাশি চলছে। সূত্রের খবর, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) অফিসে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, এর আগেও এই মামলায় মন্ত্রীকে তলব করেছিল ইডি। ইডি হানা নাগেরবাজার এলাকার শ্যামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে।
জোড়া মামলায় সক্রিয় ইডি | ED Raid
এছাড়াও ইডি রেইড ঠনঠনিয়া, শরৎ বোস রোড ও নিউ আলিপুরেও। পুর নিয়োগ দুর্নীতির রহস্য উদ্ঘাটনে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও হাজির হয়েছে তদন্তকারী সংস্থার একটি টিম। সবমিলিয়ে পুরনিয়োগ দুর্নীতির শিকড়ে পৌঁছতে শহরের মোট ১০ জায়গায় তল্লাশি চলছে।
পুর নিয়োগ দুর্নীতির সূত্র ধরে দক্ষিণ দমদমের ভাইস চেয়ারম্যানের অফিসে চলছে তল্লাশি। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। জানা যাচ্ছে কেবল পুর নিয়োগ দুর্নীতিই নয়, ব্যাঙ্ক প্রতারণা মামলাতেও এদিন শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডি-র।
এদিন ভোরে নাগেরবাজারে শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় তদন্তকারীদের। মূল দরজায় ধাক্কা দিলেও, কোনও সাড়া না মেলায় বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়। পরে দরজা খুললে কেন্দ্রীয় বাহিনী সহ ইডি আধিকারিকরা বাড়ির ভিতর প্রবেশ করেন।
আরও পড়ুন: বাংলায় রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা? SIR নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
সূত্রের খবর, আর্থিক তছরুপ সংক্রান্ত মামলার তদন্তে জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক এলাকার প্রভাবশালী মুখ দীপক দে ওরফে দীপু দের বাড়িতে হানা দেয় ইডি। স্কুল ছাড়াও প্রোমোটিং, বিল্ডার্সের ব্যবসা রয়েছে তার। শোনা যাচ্ছে দীপকবাবু তৃণমূল ঘনিষ্ঠ। খবর, তৃণমূলের ছাতার নিচেই অল্প সময়ে তাঁর সম্পত্তির বিপুল বাড়বাড়ন্ত। এদিকে নিউ আলিপুরে অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও তল্লাশি অভিযানে নেমেছে ইডি। সবমিলিয়ে শুক্রের সকালে শহরের একাধিক জায়গায় চলছে তল্লাশি অভিযান।