বাংলা হান্ট ডেস্কঃ দীপাবলি (Diwali 2025) মানেই আলো, উৎসব, আনন্দ। কিন্তু প্রতি বছরই কলকাতায় শব্দবাজির তাণ্ডবে কানে তালা লেগে যায়, ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। তাই এবছর দীপাবলিকে সামনে রেখে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (পিসিবি) কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছে।
দীপাবলীর (Diwali 2025) আগে বৈঠকে বসবে পর্ষদ
সূত্রের খবর, ২০ অক্টোবর দীপাবলির (Diwali 2025) আগে বড় বড় আবাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে পর্ষদ। উদ্দেশ্য হল, ছাদ বা বারান্দা থেকে বাজি ফাটানো একেবারেই বন্ধ করতে হবে।
শুধুই গ্রিন বাজি চলবে
পিসিবি জানিয়েছে, রাজ্যে শুধুমাত্র ‘সবুজ বাজি’ (Green Crackers) ব্যবহার করা যাবে। এই বাজিগুলোতে দূষণ কম হয় এবং শব্দও কম। এগুলি CSIR-NEERI-এর অনুমোদিত। বাজির বাক্সে থাকা QR কোড স্ক্যান করলেই জানা যাবে বাজিটি অনুমোদিত কি না। শংসাপত্রে থাকবে NEERI-এর লেটারহেড, সীল ও কর্মকর্তার স্বাক্ষর।
রাত ৮টা থেকে ১০টা পর্যন্তই বাজি ফাটানো যাবে
কলকাতা হাই কোর্টের নিয়ম মেনে পিসিবি জানিয়েছে, দীপাবলির (Diwali 2025) রাতে শুধুমাত্র রাত ৮টা থেকে ১০টা পর্যন্তই বাজি ফাটানো যাবে। এর বাইরে বাজি ফাটালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়া
নতুন নিয়মে বলা হয়েছে, বাজির শব্দের সীমা ১২৫ ডেসিবেল (৪ মিটার দূরে)। যদিও এর আগে ৯০ ডেসিবেল পর্যন্ত ছিল।
দিওয়ালির (Diwali 2025) রাতে পিসিবি এবং কলকাতা পুলিশ একসঙ্গে অভিযান চালাবে বলে জানা যাচ্ছে। পুলিশের কর্মকর্তারা বলছেন, এবছর শিশুদেরও সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক সময় বাচ্চারা নিজেরাই ছাদে বাজি ফাটায়। তাই এবছর বাজি ফাটানোর নিয়ম-কানুন নিয়ে স্কুল ও পাড়ায় প্রচার করা হবে।
আরও পড়ুনঃ বাংলায় রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা? SIR নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর
উল্লেখ্য, নতুন নিয়ম অনুযায়ী এবছর দিওয়ালিতে (Diwali 2025) কলকাতার নির্দিষ্ট বাজারে শুধুমাত্র সবুজ বাজিই বিক্রি করা যাবে। ফায়ার ব্রিগেড, দূষণ পর্ষদ ও পুলিশের নজরদারিতে চলবে বিক্রি। জানা যাচ্ছে সব পাড়ায় সরাসরি যোগাযোগ সম্ভব না হলেও লিফলেট, পোস্টার ও সোশ্যাল মিডিয়ায় প্রচার চলবে।