বাংলা হান্ট ডেস্কঃ বিহারে ভোটার তালিকায় নাম বাদ পড়া ৩.৬৬ লক্ষ ভোটারের জন্য বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার বিহারের বিশেষ ও নিবিড় ভোটার তালিকার পরিমার্জন সংক্রান্ত মামলার শুনানিতে বিশেষ নির্দেশ দিল, যাতে এই তালিকায় কোনও ‘অবৈধ কাটছাঁট’ না হয়।
নাম বাদ যাওয়া ভোটারদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)
সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ বিহারের স্টেট লিগ্যাল সার্ভিসেস অথোরিটিকে নির্দেশ দিয়েছে যে, যেন তারা নাম বাদ পড়া ভোটারদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদান করেন।
আদালত জানায়, “মামলাকারীদের অভিযোগ, কোনও রকম কারণ দেখানো ছাড়াই ৩.৬৬ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু পুনরায় নাম দাখিলের শেষ সময় অতি নিকটে, তাই স্টেট লিগ্যাল সার্ভিসেস-র চেয়ারপার্সনকে প্যারা-লিগ্যাল ভলান্টিয়ার তৈরি করে নাম দাখিলে আগ্রহীদের সাহায্য করতে হবে।”
আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, “এই সমীক্ষা অনুযায়ী মুসলিম এবং নারীদের নাম সবচেয়ে বেশি বাতিল করা হয়েছে। খসড়া তালিকায় বাদ পড়া ৬৫ লক্ষ ভোটারের নাম প্রকাশিত হলেও, এই ৩.৬৬ লক্ষ ভোটারের নাম প্রকাশ করা হয়নি। কমিশন কেন এমন লজ্জা পাচ্ছে এবং কেন মেশিন-রিডেবল ফরম্যাটে নাম প্রকাশ করছে না এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে।”
আরও পড়ুনঃ ৬৮০ কোটি অনুদান পেয়েও শান্ত নয় নবান্ন, ১০০ দিনের টাকার দাবিতে এখনও তীব্র ক্ষোভ মমতা সরকারের
কীভাবে এই ৩.৬৬ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হলো, তার কারণ এখনও অস্পষ্ট। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে কমিশনকে তাদের নাম প্রকাশ করতে হবে, যাতে ভোটাররা পুনরায় তালিকায় নাম দাখিল করতে পারে।