বাংলা হান্ট ডেস্কঃ ১৫ অক্টোবরের পর বাংলায় হতে পারে SIR। এমন জল্পনা ছড়াতেই তোলপাড় রাজ্যের রাজনীতি। এই নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি, সবসময় অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন তিনি আপনার বড় মীরজাফর হয়ে যাবেন।” এবারও সেই ‘মীরজাফর’ প্রসঙ্গ ফের উঠে আসে তাঁর বক্তব্যে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে সরাসরি কটাক্ষ করেন।
‘মীরজাফর’ প্রসঙ্গে শাহ কে কটাক্ষ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “সামনে SIR আর পিছনে মীরজাফর স্যর? এনআরসি? গায়ের জোরে বাংলা দখল করতে পারবেন না।” এদের মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, SIR-কে হাতিয়ার করে NRC করার চেষ্টা করা হচ্ছে। অমিত শাহকে কটাক্ষ করে তিনি আরও বলেন, “একজন মীরজাফর রয়েছেন দিল্লিতে! এই মীরজাফরদের মৃত্যু কোনওভাবে হয় না। তাঁরা চিরকাল বেঁচে থাকে কোনও কাজের মধ্যে দিয়ে। তাঁরা ভেবেছেন, তারাই শেষ কথা বলবেন। তাঁরা যদি এসব করতে যান তাহলে দাঙ্গা থেকে শুরু করে আরও অনেক কিছু বেরিয়ে পড়বে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে। NRC নিয়ে খেলার চেষ্টা করবেন না।”
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও স্পষ্টভাবে বলেন, রাজ্যের মানুষ বৈধ ভোটার বাদ দিলে চুপ থাকবে না। মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার মানুষ কিন্তু অনেক শক্তিশালী, তাঁরা সাহসী। বাংলার মা-বোনেদের অনেক শক্তি। কৃষক, যুবদের অনেক শক্তি। সে জন্যই ইংরেজরা বাংলার মানুষের সঙ্গে পারেননি বলে কলকাতা থেকে রাজধানী সরিয়ে নিতে বাধ্য হয়েছিল দিল্লিতে। আমি বিজেপিকেও বলব আগুন নিয়ে খেলবেন না।”
আরও পড়ুনঃ বিনামূল্যে আইনি সহায়তা, ৩.৬৬ লক্ষ ভোটারের পাশে দাঁড়াল সুপ্রিম কোর্ট
মুখ্যমন্ত্রী আরও বলেন, “এই বাংলা অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই করবে। যদি মনে করেন এজেন্সিকে দিয়ে অ্যাকশন নেবেন, আমরা রেডি। তবে সব অ্যাকশনের রিঅ্যাকশনও রয়েছে। আহত বাঘ সুস্থ বাঘের থেকেও ভয়ঙ্কর। মনে রাখবেন, রয়েল বেঙ্গল টাইগারকে আহত করলে সে প্রতিরোধ করবেই। গায়ের জোরে সব হয় না।”