বাংলা হান্ট ডেস্ক: ১৪ বছর পর কলকাতা থেকেই দেশের জার্সিতে অধিনায়কত্বের সূচনা করেছিলেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi)। এবার ১৪ বছর পর সেই কলকাতাতেই আগামী ডিসেম্বরে ফের পদার্পণ করতে চলেছেন তিনি। এমতাবস্থায়, মেসির আগমনের প্রসঙ্গে তুমুল উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে ফুটবল অনুরাগীদের মধ্যে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
১৪ বছর পর কলকাতা আসছেন মেসি (Lionel Messi):
প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছিলে, কলকাতায় নির্ধারিত কর্মসূচির পাশাপাশি মেসি (Lionel Messi) ডার্বিও উপভোগ করবেন। মূলত, মেসির কলকাতা সফরে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। আর এই ডার্বিই উপভোগ করবেন মেসি। শুধু তাই নয়, ম্যাচ শেষে বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দেবেন বলেও জানা গিয়েছে।
জানিয়ে রাখি যে, নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর কলকাতার যুবভারতীতে আয়োজিত হবে গোট কনসার্ট। পাশাপাশি, ওইদিনই সম্পন্ন হবে মিনি ডার্বি। যেখানে দুই দলেই ১১ জন করে ফুটবলার খেলবেন। মূলত, ইস্টবেঙ্গল মেসি অল স্টার্স বনাম মোহনবাগান মেসি অল স্টার্সের ও ম্যাচে দুই দলেরই সেরা দেশি-বিদেশি তারকারা খেলবেন। সমগ্র ম্যাচটিতেই উপস্থিত থাকবেন মেসি।
আরও পড়ুন: মাঠে নামতেই ফের বিতর্কের সম্মুখীন পৃথ্বী শ! শুরু তদন্ত, এবার কী করলেন তিনি?
উল্লেখ্য যে, এর আগে যখন মেসি কলকাতায় এসেছিলেন তখনও বিশ্ব ফুটবলে কিংবদন্তি করে ওঠেনি তিনি। তবে, এখন ফুটবলের দুনিয়ায় সর্বকালের সেরা তালিকায় প্রথমসারিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মেসি। এমতাবস্থায়, ১৪ বছর পর যুবভারতীতে তাঁর এই প্রত্যাবর্তন ফুটবল অনুরাগীদের কাছে অত্যন্ত “স্পেশাল” হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: চলতি বছরে মিলেছে দুর্ধর্ষ রিটার্ন! ৫০ টাকারও কমের এই শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা
এদিকে, গোট কনসার্টের টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। Zomato District অ্যাপ থেকে পাওয়া যাচ্ছে টিকিট। যেখানে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩,৮৩৫ কোটি টাকা। অপরদিকে, সর্বোচ্চ মূল্যের টিকিটের দাম হল ১৪,৭৫০ টাকা। জানা গিয়েছে যে, মেসির আগমনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি অমিতাভ বচ্চন সহ একাধিক তারকারও উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, এই সামগ্রিক অনুষ্ঠানের উত্তেজনা আরও বৃদ্ধি করবে ডার্বি ম্যাচটি।