বাংলা হান্ট ডেস্ক: পুজোর মরশুমে সাজগোজদের পাশাপাশি হেয়ার স্টাইল করেছেন বিভিন্ন রকমের। এবার সেই হেয়ার স্টাইলে চুলের দশা বেহাল হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকের ফ্রেন্ডদের গা ভাসিয়েছে ন্যানোপ্লাস্ট্রিয়া বা বোটক্স করিয়ে। তবে এই পুজোর মরশুমের শেষে চুল দেখতে শুষ্ক ও জেল্লাহীন লাগছে (Hair Care)। তার উপর এখন চিরুনি দিলেই চুল ঝরছে। তবে চিন্তার কিছু নেই। আর কারি করি টাকা খরচ করতে হবে না। বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে আপনি পাবেন হেলদি চুল।
চুলের যত্ন ঘরেই, পুজোর পরের সমস্যা কমবে (Hair Care)
আজকাল অনেকেই প্রতি মাসে হেয়ার স্পা করান। কিন্তু তাতেও চুলের হাল সহজে ফিরতে চায় না। তাহলে কী করবেন তাই ভাবছেন তো? চিন্তার কিছু নেই। চুলের গোড়া শক্ত করতে ব্যবহার করুন ঘরোয়া এই টোটকা গুলো। যাতে আপনি পাবেন উজ্জ্বল চুল (Hair Care)।
আরও পড়ুন: রসনা তৃপ্তিতে ভরপুর! ইলিশের টক-ঝাল-মিষ্টি রেসিপি রইল হাতের মুঠোয়
মধু : মধু যে শুধুমাত্র শরীরের জন্য ভালো তা নয়। চুলের (Hair) জন্য ভীষন উপকারী। চুলের গোড়া ফেটে গেলে ব্যবহার করতে পারেন মধু। তারজন্য একটি পাত্রে মধু ও ভিটামিন সি ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন। এরপর ওই মিশ্রণটি চুলে মাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুদিন ব্যবহার করুন। ফল হাতে নাতে পাবেন।
অলিভ অয়েল: চুলের গোড়া ফেটে গেলে ব্যবহার করুন অলিভ অয়েল। এছাড়াও চুল পড়া বেড়ে গেলে এই প্যাক খুব সাহায্য করে। দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। বেশ ভাল ভাবে ফেটিয়ে নেবেন মিশ্রণটি। তার পর মাথায় মেখে আধ ঘণ্টা রেখে দিন। তারপর ধুয়ে নিন।
নারকেল তেল এবং অ্যালো ভেরা: অতিরিক্ত পরিমাণে চুল পড়লে ব্যবহার করতে পারেন নারকেল তেল ও অ্যালোভেরা একসঙ্গে। এটি আপনার চুলের জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করবে। পাশাপাশি চুল পড়ার হাত থেকেও রক্ষা করবে (Hair Care)।