জম্মু-কাশ্মীর ফের রাজ্য হবে? সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু নতুন জল্পনা

Published on:

Published on:

Supreme Court Gives Centre Six Weeks to Reply on Jammu and Kashmir’s Statehood

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে করা একাধিক মামলার জবাব দিতে কেন্দ্রকে ছয় সপ্তাহ সময়সীমা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার প্রধান বিচারপতি বি. আর. গাভাই এবং বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দেয়।

রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি নিয়ে আদালতে (Supreme Court) মামলা

প্রসঙ্গত, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হিসেবে ভাগ করা হয়েছিল। সেই সিদ্ধান্তের পর থেকেই রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি নিয়ে আদালতে মামলা চলছে।

আদালতে আবেদনকারীরা কী বললেন?

এই মামলাগুলির মধ্যে ছিলেন শিক্ষাবিদ জহুর আহমেদ ভাট এবং সমাজকর্মী আহমেদ মালিক। তাঁদের দাবি, জম্মু ও কাশ্মীরকে যত দ্রুত সম্ভব রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে এবং কেন্দ্রকে সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে।

তবে সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “জম্মু ও কাশ্মীরে নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত সরকার কাজ শুরু করেছে। রাজ্যে অনেক অগ্রগতি হয়েছে, তবে কিছু নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু ভেবে দেখা দরকার।” তাঁর এই বক্তব্য শোনার পর শীর্ষ আদালত (Supreme Court) বলে, “ছয় সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে কেন্দ্র তাদের মত জানাবে।”

উল্লেখ্য, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়া হয়। পরে সেই আইন নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রশ্ন ওঠে, কিন্তু আদালত আইন বহাল রাখে। তবে কেন্দ্রের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, যথাসময়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

Supreme Court Gives Centre Six Weeks to Reply on Jammu and Kashmir’s Statehood

আরও পড়ুনঃ ইডির স্ক্যানারে সুজিত ঘনিষ্ঠ, কীভাবে ‘পেপার বয়’ থেকে কোটি টাকার সাম্রাজ্য? নজরে নিতাই দত্ত

এখন সেই প্রতিশ্রুতি পূরণ হবে কি না, তা জানার জন্যই অপেক্ষা। ছয় সপ্তাহ পর সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলার পরবর্তী শুনানি হবে। জম্মু ও কাশ্মীর আবার রাজ্যের মর্যাদা পাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।