গুগ্‌ল পে-ফোন পে ব্যবহারকারীদের জন্য সুখবর, দীপাবলির আগে UPI নিয়মে বড় পরিবর্তন

Published on:

Published on:

UPI Rules changed before Diwali

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সমাজে অন্যতম জনপ্রিয় মাধ্যম হল ইউপিআই। প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ব্যবহার করে অনলাইন ব্যবহার করছেন। এই অনলাইন লেনদেন করা বর্তমান দিনে খুব উপকারী হয়ে উঠেছে। এর মধ্যেই কালীপুজো ও দীপাবলীর আগে নতুন নিয়মে বদল এল ইউপিআইয়ে (UPI Rules)। ডিজিটাল লেনদেন আরো সহজ করার জন্য এহেন সিদ্ধান্ত নিল কেন্দ্র। পাশাপাশি টাকা দেওয়া ও নেওয়ার সময় পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর আর প্রয়োজন হবে না বলে জানিয়েছে সরকার।

দীপাবলির আগে ইউপিআই লেনদেনের নিয়ম বদল (UPI Rules)

এখন ইউপিআই (UPI)  অ্যাপে লেনদেনের সময় পিন দেওয়া দরকার হয়। তবে নতুন নিয়মে গ্রাহকেরা মোবাইল ফোনে আঙুলের ছাপ ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। কেন্দ্রীয় আর্থিক পরিষেবা সচিব এম নাগরাজু মঙ্গলবার একটি অনুষ্ঠানে এই নিয়ে বিবৃতি দেন।  তিনি জানান, আঙুলের ছাপ বা মুখাবয়বের স্বীকৃতি অনুমোদিত হওয়ায় ব্যবহারকারীদের আর পিন মনে রাখতে হবে না (UPI Rules)। যা অনেকর জন্য় উপকার হবে বলে মনে করা হচ্ছে।

UPI Rules changed before Diwali

আরও পড়ুন: পুজোর ধুলো-বালি ও স্ট্রেসে চুল পড়ছে? ঘরোয়া স্পা’র সাহায্যে নিয়ন্ত্রনে আনুন

এই বিবৃতিতে তিনি জানান আঙুলের ছাপ ও মুখাবয়বের স্বীকৃতি এক জন ব্যবহারকারী ইউপিআইয়ের (UPI) মাধ্যমে দিনে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। এছাড়াও আগামী দিনে লেনদেনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করার ব্যাপারে অবশ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কেন্দ্রীয় প্রতিষ্ঠান।

এছাড়াও, বর্তমানে ডেবিট কার্ডের বিবরণ দিয়ে এটা করতে হয়। যার জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করা বাধ্যতামূলক। এর পাশাপাশি এই নতুন নিয়ম চালু করা নিয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনপিসিআই। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একই জায়গায় বার বার টাকা পাঠালে, প্রতি ক্ষেত্রে লেনদেনের অনুমতি ব্যবহারকারীকেই দিতে হবে। এরফলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক, ফিনটেক এবং ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে গ্রাহক যদি পিন রিসেট করেন তা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে বাধ্যতামূলক ভাবে ইউপিআই অ্যাপের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করতে হবে। এমনকি এই ধরনের বদলের পর ৯০ দিন পর্যন্ত গ্রাহক কোনও লেনদেন না করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে (UPI Rules)।