বাংলা হান্ট ডেস্কঃ একি কাণ্ড! প্রকাশ্য দিবালোকে এয়ারগান নিয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির সামনে এক ব্যক্তি। জানা গিয়েছে, এদিন দুপুরে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে দিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। তারপরই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল!
ধৃত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে মেলে এয়ারগান
সূত্রের খবর, নিরাপত্তারক্ষীরা আটক করা ব্যক্তির ব্যাগ তল্লাশি করতেই চোখ কপালে ওঠে। ব্যাগ থেকে বেরিয়ে আসে এয়ারগান ও কিছু গুলি, পরিচয়পত্রও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তারক্ষীরা। কালীঘাট থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। শুরু হয় তদন্ত। তবে তারপরই সবটা পরিষ্কার হয়ে যায়।
জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম নাম দেবাঞ্জন চট্টোপাধ্যায় (৫১)। তিনি সল্টলেকের সিএ ব্লকের বাসিন্দা। কলকাতার এক নামী বেসরকারি স্কুলের শিক্ষক তিনি। একইসাথে শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্যও। জেরায় দেবাঞ্জনের দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেই তিনি ওই সময় কালীঘাট আসেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, শ্রীরামপুর রাইফেল ক্লাবের সদস্য হওয়ার কারণেই তিনি এয়ারগানটি সঙ্গে রাখেন। এদিন জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গলি দিয়ে যাচ্ছিলেন। ওই এলাকা ‘হাইসিকিউরিটি জোন’। দেবাঞ্জনের গতিবিধি নিরাপত্তারক্ষীদের সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে আটক করা হয়।
আরও পড়ুন: ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত! ২-৩ ঘণ্টায় ঝড়-বৃষ্টির তাণ্ডব দক্ষিণবঙ্গের ৫ জেলায়, কবে কমবে দুর্যোগ?
পুলিশ জিজ্ঞাসাবাদে ও ব্যাগ থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্র এবং অন্যান্য নথিপত্র খতিয়ে জানতে পারেন তিনি শহরের নামী বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের শিক্ষক। সবকিছু বিবেচনা করে আর সন্দেহজনক কিছু মনে না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।