বাংলাহান্ট ডেস্ক : আর এক সপ্তাহ পরেই আলোর মালায় ভাসবে শহর। আগমন হবে শ্যামা মায়ের। দুর্গাপুজোর মতো কালীপুজোতেও (Kalipujo) বিরাট ধুমধাম হয় কলকাতায়। আর শহরের নামী পুজোগুলির তালিকায় অন্যতম নাম ফাটাকেষ্টর কালী পুজো (Kalipujo)। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই পুজোয় আজও নামে দর্শনার্থীদের ঢল। তবে এবার বড়সড় বদল এল এই পুজোর প্রতিমায়।
ফাটাকেষ্টর কালীপুজোয় (Kalipujo) বড়সড় বদল
এ বছর প্রতিমাশিল্পী বদলেছে ফাটাকেষ্টর কালীপুজোয়। এ বছর শিল্পী মিন্টু পালের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠবেন ফাটাকেষ্টর পুজোর (Kalipujo) প্রতিমা। উল্লেখ্য, এতদিন শিল্পী মাধব পালই বরাত পেতেন এই পুজোর প্রতিমা নির্মাণের। কিন্তু তিনি দাবি করেছেন, এবছর নাকি তাঁর সঙ্গে কেউ যোগাযোগই করেনি ক্লাবের তরফে।
কে এ বছরের শিল্পী: এবছরের শিল্পী মিন্টু পাল জানান, ক্লাব কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, প্রতিমার মুখের আদল মোটামুটি একই রকম রাখতে হবে। তবে অন্য শিল্পীর মতো পুরোপুরি একই রকম প্রতিমা (Kalipujo) তৈরি করা তো সম্ভব নয়। কিছু নিজস্ব ঘরানার ছাপ তিনি রেখেছেন। তবে প্রতিমা দেখে ক্লাব কর্তৃপক্ষের মনে ধরেছে বলেই জানান শিল্পী।
আরও পড়ুন : পুজোতেই এল সবথেকে বড় ধাক্কা, প্রথম পাঁচ থেকে ছিটকে যাওয়ায় কী বললেন ‘তটিনী’ তৃণা?
কী কী বদল এল: অন্যান্য বারের তুলনায় কী কী বদল এসেছে ফাটাকেষ্টর প্রতিমায়? শিল্পী মিন্টু পাল জানান, প্রতিবারের মতোই নীল বর্ণের প্রতিমা (Kalipujo) হয়েছে এবারও। তবে প্রতিমার উচ্চতা বেড়েছে কিছুটা। এতদিন ১৪ ফুটের প্রতিমা তৈরি হত। এবার তা আরও ১ ফুট বেড়ে ১৫ ফুটের হয়েছে। আর মুকুট সহ মোট উচ্চতা দাঁড়িয়েছে প্রায় ১৭ ফুট।
আরও পড়ুন : পুজো মিটতেই কাজ শুরু, কবি সুভাষ থেকে নোয়াপাড়া, আমূল বদলা যাচ্ছে মেট্রোর ব্লু লাইন
কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্ট, এক ডাকেই তখন চিনত কলকাতার মানুষ। কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের এই কালীপুজোয় তখন সমাগম হত বাংলা থেকে হিন্দি বিনোদন দুনিয়ার তারকাদেরও। এখন ধুমধাম খানিক কমলেও এই পুজোর রমরমা একই রকম রয়েছে। শোভাযাত্রা করে নিয়ে আসা হয় কালীপুজোর প্রতিমা। ভাসানও হয় মিছিল করে। দীপাবলির রাতে দর্শনার্থীদের ঢল নামে ফাটাকেষ্টর পুজোয়। এবার ভক্তদের জন্য বড় চমক রাখছেন উদ্যোক্তারা।