বাংলা হান্ট ডেস্ক: রবিবার অর্থাৎ ১২ অক্টোবর বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। কারণ সেই দিন রয়েছে রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা (State Police)। এই কারণেই ব্লু ও গ্রিনলাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে। এছাড়াও সেই দিন সকাল ৭টা থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। জানা যায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পরীক্ষার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশ নিয়োগ পরীক্ষা উপলক্ষে রবিবার মেট্রোতে বাড়তি সার্ভিস (Kolkata Metro)
যদিও ব্লু লাইন এ রবিবার মেট্রো চলাচল শুরু হয় সকাল ৯ টার থেকে (Kolkata Metro)। কিন্তু এই দিন রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা থাকার ফলে সকাল ৯ টার পরিবর্তে সকাল ৭ টা থেকে এই লাইনে মেট্রো (Metro) চলাচল শুরু হবে। এছাড়াও এই দিন এই লাইনে ১৩০ টি ট্রেন চললেও। পরীক্ষার জন্য আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৮ টি ট্রেন চালানো হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: কোলেস্টেরল বশ মানছে না? ওষুধের সঙ্গে খান এই ৫টি পাতা, পুষ্টিবিদদের মতামত
ব্লু লাইনের পাশাপাশি গ্রিন লাইনেও সকাল ৭ টা থেকে মেট্রো চলাচল শুরু হবে। এই লাইনেও ১০৪ টি মেট্রোর পরিবর্তে ১১২ টি ট্রেন চালানো হবে। এর পাশাপাশি কলকাতা মেট্রো রেলের তরফ থেকে জানানো হয়েছে এই দিন শেষ ট্রেন ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে। পাশাপাশি সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সময়ে আপ ও ডাউনলাইনে ৩০ মিনিট অন্তর মেট্রো রেল (Metro) চলাচল করবে।
এক নজরে দেখে নিন ব্লু লাইনের মেট্রো চলাচলের সময়:
এই পরীক্ষা উপলক্ষে রবিবার ব্লু লাইনে অর্থাৎ নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৭ টায় সময়। আর শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৯ টা ৪ মিনিটের পরিবর্তে সকাল ৭:৪ মিনিটে থাকবে। আর দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৯ টার পরিবর্তে সকাল ৭:২০ মিনিটে শুরু হবে। তবে এই সময়সীমায় ছাড়া আর অন্য কোন পরিবর্তন হচ্ছে না।
এক নজরে দেখে নিন গ্ৰিন লাইনের মেট্রো চলাচলের সময়:
রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো ৯ টার পরিবর্তে সকাল ৭ টা থেকে শুরু হবে। অপরদিকে সল্টলেক সেক্টর ৫ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম ট্রেনটি সকাল ০৯:০২ মিনিটের বদলে সকাল ০৭:০২ মিনিটে ছাড়বে। এছাড়া এই পরীক্ষা উপলক্ষে গ্রিনলাইনে শেষ মেট্রো ছাড়ার সময়ে কোন বদল হচ্ছে না (Kolkata Metro)। তবে রবিবার ইয়োলো লাইনে মেট্রো চলবে স্বাভাবিক সময় মেনেই। কিন্তু রবিবার অরেঞ্জ এবং পার্পল লাইনে মেট্রো রেলের (Metro Rail) পরিষেবা বন্ধ থাকবে।