বাংলা হান্ট ডেস্ক: রাশিফল আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সে সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, শনি কর্ম ,শৃঙ্খলা ও স্থিতিশীলতার গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া শনির প্রভাবে একজন ব্যক্তি তার কর্মের সঠিক ফলাফল পায়। কারণ শনি যে রাশিতে যায় তার ওপর স্থায়ী প্রভাব ফেলে।
২০২৬ সালে বড়ঠাকুরের আশীর্বাদে সাফল্য দারুণ, এই ৩ রাশি (Astrology)
জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে, চলতি বছর শনি মীন রাশিতে আছে। পাশাপাশি এটি বৃহস্পতির রাশিও। ২০২৬ সালে শনি মূলত এই রাশিতে থাকবে। আর এই সময়কালে শনি তার নক্ষত্র পরিবর্তন করবে। যার প্রভাবে বেশ কিছু রাশির জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। একনজরে দেখে নিন কোন কোন রাশির ওপরে এর প্রভাব বেশি পড়বে।
আরও পড়ুন: GST হ্রাসের পরও তেল-চিনি-আটার দাম কমল না খুচরো বাজারে, কারণ নিয়ে চর্চায় ব্যবসায়ী মহল
শনির সাড়ে সাতির প্রভাব কোন কোন রাশিচক্রের উপর বেশি পড়বে?
মেষ রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ২০২৬ সাল কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফল বয়ে নিয়ে আসবে। এই বছর আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্যের পাশাপাশি মনোযোগ ও পরিস্থিতি মেনে নিতে শিখতে হবে। কারণ এই বছর আপনার প্রচেষ্টার ফল স্পষ্টভাবে দেখতে পাবেন। এছাড়াও কর্মক্ষেত্রে আপনার স্বীকৃতি বৃদ্ধি পাবে। তবে এই স্বীকৃতি পেলে পরেও পা আপনাকে সবসময় মাটিতে রাখতে হবে। এছাড়াও এই বছর শুনি আপনার জীবনে বড় পরিবর্তন আনবে। যার মধ্যে আপনাকে ভেতর থেকে শক্তিশালী ও পরিপক্ক করে তুলবে।
মীন রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে মীন রাশি জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতি কাল আর্তদর্শন ও দায়িত্বের সঙ্গে যুক্ত হবে এই বছর। এই সময় আপনাকে আপনার লক্ষ্য, চিন্তাভাবনা পরীক্ষা করার সুযোগ দেবে। প্রথমে পরিস্থিতি গুলো অপ্রতিরোধ্য মনে হলেও পরে আপনি সেগুলি ধীরে ধীরে বুঝতে পারবেন। পাশাপাশি তার মধ্যে দিয়ে যেতে আপনি সক্ষম হবেন।
কুম্ভ রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) মতে ২০২৬ সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। এই বছর সোনি আপনার জীবনের বড় পরিবর্তন আনবে। যার মধ্যে থাকবে বর্ধিত কাজ ও ব্যক্তিগত দায়িত্ব। এটি প্রথমে চ্যালেঞ্জিং মনে হলেও। আপনাকে ধীরে ধীরে শক্তিশালী ও পরিপক্ক করে তুলবে।