‘রাহুল-ওয়াইসি মিথ্যাবাদী’, CAA কার্যকর হতেই কংগ্রেসকে তোপ দাগলেন অমিত শাহ

বাংলা হান্ট ডেস্ক : গত সোমবারই সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছে কেন্দ্র সরকার। গোটা দেশজুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসন নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) মাধ্যমে হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন উদ্বাস্তুদের সম্মানিত করেছে। একই সাথে বিরোধীদেরও একহাত নিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, নাগরিকত্ব সংশোধনী আইন এমন এক আইন যার আওতায় পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের নিপিড়িত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। এইদিন অমিত শাহ মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করার পাশাপাশি বিরোধীদেরও একহাত নিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছিলাম আমরা সিএএ আনব। কংগ্রেস পার্টি সিএএর বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর থেকে, এটি কংগ্রেস এবং আমাদের সংবিধান প্রণেতাদের প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানে যারা নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু পরিবারতন্ত্র এবং ভোট-ব্যাঙ্কের রাজনীতির কারণে কংগ্রেস সিএএ-র বিরোধিতা করছিল।’

আরও পড়ুন : বিধ্বংসী আগুনে ছাই ধূপ কারখানা, আগুন নেভাতে ব্যর্থ দমকলের ৬টি ইঞ্জিন, শেষ পুকুরের জলও

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শরণার্থীদের নাগরিকত্ব দিয়ে তাদের মর্যাদার সাথে জীবনযাপনের স্বপ্ন পূরণ করেছেন। একই সাথে শাহ এটাও জানিয়েছেন যে, এই আইন দেশের কোনও নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেবে না বরং এটি নাগরিকত্ব দেবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, জেনেবুঝেই CAA নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে দেশের রাজনৈতিক দলগুলি।

আরও পড়ুন : ‘বিজেপি করার জের, মহিলার উপর তালিবানি অত্যাচার!’, সন্দেশখালির স্মৃতি উস্কে দিনাজপুরে মর্মান্তিক ঘটনা

1929def051ee4c050a177328a7f895e2

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে রাহুল গান্ধী এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির তীব্র সমালোচনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ভোট ব্যাঙ্ক হারানোর ভয়েই এইসব অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা। দেশের মুসলিম নাগরিকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি এই দেশের সংখ্যালঘুদের বলতে চাই যে CAA-এর কারণে দেশের কোনও নাগরিক নাগরিকত্ব হারাবেন না। CAA এমন একটি আইন যা নাগরিকত্ব দেয় এবং কারও নাগরিকত্ব কেড়ে নেয় না। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে CAA-তে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান নেই’।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর