বাংলা হান্ট ডেস্ক: দীপাবলির আগে সোনা (Gold price) ও রুপোর (Silver Price) দাম লাগাতার ওঠানামা করছে। এমনটি বর্তমানে ২২ ক্যারেট সোনার দাম ১ লাখের গণ্ডিতে রয়েছে। এমনকি ২৪ক্যারেট সোনার দাম পার করেছে ১ হাজারের গণ্ডি। এই সোনার দাম (Gold Price) বৃদ্ধি পাওয়ায়, চিন্তার ভাঁজ পড়েছে জনসাধারণের মাথায়। ধনতেরাসের আগে আজকে বাজারে সোনার দাম কত জানুন।
দীপাবলির আগে সোনার দাম বড়সড় বদল, দেখুন আজকের রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা অত্যন্ত সঞ্চয়ের জিনিস। সোনা যে কেবলমাত্র গয়না হিসেবে ব্যবহৃত হয় তা নয়। অনেকে সঞ্চয়ের জন্য সোনা কিনে থাকে। তবে সোনার দাম বাড়লে মধ্যবিত্তদের চিন্তা বেড়ে যায়। আর বর্তমানে হলুদ ধাতুর দাম যে পর্যায়ে পৌঁছেছে তাতে মধ্যবিত্তদের প্রায় ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা কেনা। দেখুন আজকের সোনার দাম (Gold Price)।
আরও পড়ুন: এই ৩ রাশি থাকছে ২০২৬ সালে ভাগ্যবান, বড়ঠাকুরের আশীর্বাদে সাফল্য আপনার দিকে…
শনিবার ২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১১৫৭৫ টাকা (-১৭০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১১৫৭৫০ টাকা (-১৭০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২১৮০ টাকা (-১৭৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২১৮০০টাকা (-১৭৫০)। এছাড়াও আজ আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১২১২০ টাকা (-১৭৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১২১২০০টাকা (-১৭৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। শনিবার ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৬৫৯০(+৬৮৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৬৫৯০০(+৬৮৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৬৫৮০টাকা (+৬৮৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৬৫৮০০টাকা (+৬৮৫০)।
বর্তমানে সোনার দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তের পক্ষে সোনা কেন কঠিন হয়ে দাঁড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে (Gold Price)। এছাড়াও, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে অনেকে। এমনকি ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ ও একাধিক কারণের জন্য সোনার (Gold) দামের ওপর প্রভাব পড়ছে।