বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন হল বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো শেষ হয়েছে। আর দরজায় কড়া নাড়ছে কালী পুজো। তার ওপর এর মাঝে হিমের পরশ গায়ে লাগছে। এবার এই হিমের পরশ লাগার ফলে পাহাড়ে ঘুরতে যাবেন ভাবছেন। কিন্তু এখন উত্তরবঙ্গে গেলে পরে সেখানে কোলাহ হলে আপনি প্রাকৃতিক পরিবেশ সেইভাবে উপভোগ করতে পারবেন না। আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে ঘুরতে যেতে পারেন কালিম্পং (Kalimpong)।
নীরব প্রকৃতির টানে নভেম্বরের ছুটিতে রেশমগাঁও ঘুরে আসুন (Kalimpong)
শীতের শুরুতে পাহাড়ে যাবেন বলে ঠিক করেছেন। আর পাহাড় বললেই সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। কিন্তু উত্তরবঙ্গ মোটামুটি ভাবে ঘুরে ফেলেছে না আপনি। চোখ বন্ধ করলে কালিম্পং এর ছবি আপনার সামনে ভাসে। অথবা দেখতে পান দার্জিলিং এর মল রোড। কিন্তু সেই সব জায়গায় এই বর্তমান সিজনে ভীষণ ভিড় থাকে। আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে পৌঁছে যান কালিংপং (Kalimpong) এর রেশমগাঁও তে। এখানে গেলে পরে আপনি মন ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: শুধু মিষ্টি নয় শনিবারের আড্ডা এখন জমবে ফিশ টিক্কার সঙ্গে, রইল রেসিপি
এই গ্রামটি কালিম্পং শহর থেকে ৪-৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে গেলে আপনি কয়েকটা দিন নিরিবিলিতে কাটাতে পারবেন। পাশাপাশি এই গ্রামটি রেশম চাষের জন্য বিখ্যাত। এছাড়াও এখানে আপনি পায়ে হেঁটে পুরো জায়গাটি ঘুরে দেখতে পারেন।
তবে শীতকালে অর্থাৎ নভেম্বরে ঘুরতে এলে অবশ্যই মনে করে গরম পোশাক নিয়ে আসবেন। কারণ এখানে ইতিমধ্যে শীত পড়া শুরু হয়ে গিয়েছে। আর কপাল ভালো থাকলে আপনি এখান থেকেই কাঞ্চনজঙ্ঘার (Kanchanjanga) দর্শন করতে পারবেন। তাছাড়া সাইট সিন হিসেবে এখানে দেখার মতন কিছু নেই। আক্ষরিক অর্থে আপনি যদি প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে চান তাহলে এই জায়গাটি আপনার জন্য একেবারে উপযুক্ত।
কী ভাবে যাবেন রেশমগাঁও, কোথায় থাকবেন?
কলকাতা থেকে যেকোনও ট্রেনে নিউ জলপাইগুড়ি। এরপর সেখান থেকে গাড়িতে কালিম্পং (Kalimpong) হয়ে রেশমগাঁও চলে যান। এখানে বেশ কিছু হোম স্টে গড়ে উঠেছে। ফলে থাকাটা খুব অসুবিধার নয়। তবে আগে থেকে বুক করে গেলেই ভালো।