বাংলা হান্ট ডেস্ক: ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) সাম্প্রতিক সময়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করছেন। ইংল্যান্ড সফরে তাঁকে টিম ইন্ডিয়ার টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল। যেখানে তিনি রানের পাহাড় গড়েছিলেন। এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তাঁর সেই দুর্ধর্ষ ফর্ম অব্যাহত রয়েছে।
ইতিহাস গড়লেন শুভমান গিল (Shubman Gill):
জানিয়ে রাখি যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হচ্ছে। ওই ম্যাচের প্রথম ইনিংসে শুভমান গিল (Shubman Gill) একটি বড় রেকর্ড গড়েন। যার পরিপ্রেক্ষিতে তিনি একটি বিশেষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন।
Another quality innings from the #TeamIndia skipper 👏
Back-to-back fifties this series for Shubman Gill 👍
Updates ▶ https://t.co/GYLslRzj4G#INDvWI | @IDFCFIRSTBank | @ShubmanGill pic.twitter.com/fc2DM2XbR7
— BCCI (@BCCI) October 11, 2025
এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন শুভমান গিল: মূলত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৩৫ রান করার সঙ্গে সঙ্গেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ইতিহাসে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার গৌরব অর্জন করেন শুভমান গিল (Shubman Gill)। এই কৃতিত্বের পাশাপাশি, গিল ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থকেও পিছনে ফেলে এই টুর্নামেন্টে ভারতের হয়ে রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছেন।
আরও পড়ুন: সব সীমা ছাড়ালেন মহসিন নকভি! এশিয়া কাপের ট্রফির প্রসঙ্গে দিলেন এমন নির্দেশ… শুরু হইচই
শুভমান গিলের (Shubman Gill) WTC-তে রানের সংখ্যা এখন ২,৭৩২ ছাড়িয়ে গেছে। তিনি ৭১ টি ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছেন। এদিকে, গিল ঋষভ পন্থের ৬৭ ইনিংসে করা ২,৭৩১ রানের রেকর্ডও ভেঙেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৬৯ টি ইনিংসে ২,৭১৬ রান করেছেন। এছাড়াও, বিরাট কোহলি এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই তালিকায় যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন।
আরও পড়ুন: তদন্তে নেমে “গুপ্তধনের সন্ধান” পেল ED! কংগ্রেস বিধায়কের লকার থেকে উদ্ধার ৪০ কেজি সোনা
অধিনায়ক হিসেবে ১,০০০ রান পূর্ণ: শুভমন গিল (Shubman Gill) এই ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১,০০০ রান পূর্ণ করলেন। তিনি ১২তম ভারতীয় অধিনায়ক হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন। এই তালিকার শীর্ষে বিরাট কোহলি, অধিনায়ক হিসেবে ১২,৮৮৩ রান করেছেন। শুভমান গিলকে এই মাইলফলকে পৌঁছাতে অনেক পথ পাড়ি দিতে হবে।