দমদম মেট্রো স্টেশনে সিগন্যাল সমস্যা, বন্ধ দক্ষিণেশ্বর–গিরিশ পার্কের ট্রেন পরিষেবা

Published on:

Published on:

Kolkata Metro signal fault in Dum Dum services disrupted

বাংলা হান্ট ডেস্ক: আরও একবার দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্লু লাইনে মেট্রো (Kolkata Metro) পরিষেবা বন্ধ। সূত্রের খবর, দমদম স্টেশনে সিগনাল সমস্যার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। এর ফলে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ ও ডাউন দুটো লাইনে মেট্রো চলাচল বন্ধ।

দমদমে সিগন্যাল ত্রুটি, পরিষেবা ব্যাহত মেট্রোতে (Kolkata Metro)

সূত্রের খবর, শনিবার দুপুর নাগাদ দমদম মেট্রো সিগন্যালে হঠাৎ এই গোলযোগ এর বিষয়টি নজরে আসে। এর ফলে সাময়িকভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। যদিও দুপুর পৌনে ২ টো পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি। যার ফলে ব্লু লাইনে গিরিশ পার্ক থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আপাতত ভাঙা পড়তে মেট্রো চলাচল করছে (Kolkata Metro)।

Kolkata Metro signal fault in Dum Dum services disrupted

আরও পড়ুন: কার্তিক মাসে চুল বা নখ কাটা অশুভ কেন? পুরাণে কী ব্যাখ্যা রয়েছে জেনে নিন…

এই প্রসঙ্গে যাত্রীদের দাবি, ওই লাইনেও পরিষেবা পুরোপুরিভাবে স্বাভাবিক নয়। নির্ধারিত সময়ের অনেক পরে এই পরিষেবা মিলছে। এমনকি কোন কোন স্টেশনে ১০ মিনিট আবার কোথাও কোথাও ১৫ মিনিট দাঁড়িয়ে থাকছে মেট্রো (Metro)।

প্রসঙ্গত, অনেকদিন আগে দক্ষিণেশ্বর স্টেশনে একটি পয়েন্ট খারাপ হয়ে গিয়েছিল। যার ফলে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়ার মাঝে আচমকারী থমকে যায় মেট্রো পরিষেবা। এর ফলে এক ঘন্টারও বেশি, বন্ধ ছিল দুটো স্পেশানে মাঝে মেট্রো পরিষেবা। যদিও পড়ে ত্রুটি সমাধান করে পুরোপুরি পরিষেবা চালু করা হয়েছিল।

কিন্তু বিগত কয়েক মাস ধরে, কলকাতা মেট্রো একের পর বিভ্রাট দেখা দিচ্ছে। যার ফলে অসুবিধার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। কারণ এর আগে ব্লু লাইনের স্টেশন কবি সুভাষের মেট্রোর পিলারে ফাটল দেখা দেওয়া আপাতত ভাবির সেই স্পেশালিটিকে বন্ধ রাখা হয়েছে। সেখানে বর্তমানে প্রান্তিক স্টেশন হয়ে দাঁড়িয়েছে শহীদ ক্ষুদিরাম। যদিও তার পর থেকে ক্রমাগত ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। আর ব্যস্ত সময় এই পরিষেবার সমস্যা বেড়ে চলায় যথারীতি ক্ষুব্ধ হয়েছে নিত্যযাত্রীদের একাংশ (Kolkata Metro)।