বাংলা হান্ট ডেস্কঃ চাকরি বাঁচাতে ফের বসতে হবে পরীক্ষায়। সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) নির্দেশ দিয়েছে, রাজ্যের সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে টেট (TET) পাস করতে হবে। শীর্ষ আদালতের এই রায় সামনে আসতেই শোরগোল পড়ে যায় শিক্ষকমহলে। বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। এবারে পুনর্বিবেচনার পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারও (Government Of West Bengal)।
টেট নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার পথে রাজ্য | Government Of West Bengal
সূত্রের খবর, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য। স্কুলশিক্ষা দফতর থেকে নবান্নে প্রস্তাব গিয়েছে। নবান্ন থেকে গ্রীন সিগন্যাল মিললেই পুনর্বিবেচনার আর্জি জানানো হবে শীর্ষ আদালতে। উল্লেখ্য ইতিমধ্যেই সুপ্রিম রায়ের বিষয়ে, রাজ্যের শিক্ষকরা দুটি পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছেন।
নিজের নিজের রাজ্যের শিক্ষকদের কথা ভেবে বেশ কিছু রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কেরলের মত রাজ্যগুলি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ের আওতায় পড়বেন ১৫ থেকে ২০ বছর ধরে প্রাথমিক স্কুলে চাকরি করছেন, সেই সকল শিক্ষকরাও। ফলে অনেকে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।
পরিসংখ্যান বলছে, এ রাজ্যের প্রায় এক লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে টেট পরীক্ষা দিতে হবে নতুন করে। এরপরই বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এ বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশের পর আমরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে উপযুক্ত পদক্ষেপের জন্য অনুরোধ করেছিলাম। রাজ্য রায় পুনর্বিবেচনার আর্জি জানাতে চলেছে শুনে ভাল লাগল।”
তার কথায়, “এর আগে ইউপিএ সরকারের আমলে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের রক্ষাকবজ দেওয়া হয়েছিল। ” শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিক্ষকদের জয় নিশ্চিত বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন শিক্ষকরা। ৯ অক্টোবর, বেলা সাহা বনাম আঞ্জুমান ইশা তালেম ট্রাস্টের মামলাটি ডায়েরি নং ৫৮৩৩৯/২০২৫ এর অধীনে দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: দাম বেড়েছে ৮০%, এর সামনে পাত্তা পাচ্ছে না সোনা-রুপো! সবাইকে পিছনে ফেলে এগিয়ে এই ধাতু
শিক্ষকদের জন্য বাধ্যতামূলক TET সংক্রান্ত সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। শিক্ষকদের পক্ষে কাজ করছে উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, এই পুনর্বিবেচনার আবেদনের সাথে মোট চারটি ইন্টারলোকিউটরি আবেদন দাখিল করা হয়েছে। এবারে শীর্ষ আদালতে আবেদন করতে চলেছে রাজ্য সরকারও।