বাংলা হান্ট ডেস্ক: IPL-এর পরবর্তী মরশুমের জন্য প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, আসন্ন মরশুমের নিলাম আগামী ডিসেম্বরে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার আগে, সমস্ত দলকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে তাদের রিলিজ করে ছেড়ে এবং রিটেন করা খেলোয়াড়দের তালিকা বোর্ডের কাছে জমা দিতে হবে। এদিকে, এই আবহেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) স্কোয়াড থেকে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। বেরিয়ে আসছে। ক্রিকবাজের এক রিপোর্ট অনুসারে, আসন্ন মরশুমের আগে CSK ৫ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে।
CSK (Chennai Super Kings)-তে হতে পারে বড় পরিবর্তন:
৩ জন ভারতীয় এবং ২ জন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত থাকতে পারেন: প্রাপ্ত তথ্য অনুসারে, ওই ফ্র্যাঞ্চাইজি (Chennai Super Kings) ৩ জন ভারতীয় এবং ২ জন বিদেশি খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে।
ওই ৫ জন খেলোয়াড়ের (Chennai Super Kings) মধ্যে থাকতে পারেন দীপক হুডা, বিজয় শঙ্কর, রাহুল ত্রিপাঠি, স্যাম কারান এবং ডেভন কনওয়ে। দীপক হুডা, বিজয় শঙ্কর এবং রাহুল ত্রিপাঠি ইতিমধ্যেই ভারতীয় দলের হয়ে খেলেছেন করেছেন অন্যদিকে, স্যাম কারান ইংল্যান্ডের হয়ে খেলেন এবং কনওয়ে খেলেন নিউজিল্যান্ডের হয়ে।
আরও পড়ুন: ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স! এবার ইতিহাস গড়লেন শুভমান গিল, জানলে অবাক হবেন
কনওয়ে ধোনির প্রিয়: জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের তারকা ওপেনার ডেভন কনওয়েকে মহেন্দ্র সিং ধোনির (Chennai Super Kings) ভরসাযোগ্য ব্যাটার হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে তাঁর পারফরম্যান্স খুব একটা আকৃষ্ট করতে পারেনি। যার ফলে ফ্র্যাঞ্চাইজিটি অনিচ্ছা সত্ত্বেও এই কঠিন সিদ্ধান্ত নিতে পারে।
আরও পড়ুন: সব সীমা ছাড়ালেন মহসিন নকভি! এশিয়া কাপের ট্রফির প্রসঙ্গে দিলেন এমন নির্দেশ… শুরু হইচই
কনওয়ের IPL কেরিয়ার: প্রসঙ্গত উল্লেখ্য যে, কনওয়ে প্রথমবারের মতো ২০২২ সালে ফ্র্যাঞ্চাইজিটির (Chennai Super Kings) সাথে চুক্তিবদ্ধ হন। এরপর থেকে তিনি টানা ৪ বছর ধরে CSK-র সঙ্গে আছেন। CSK-র হয়ে তিনি ২৯ টি ম্যাচ খেলেছেন এবং ২৮ টি ইনিংসে ৪৩.২ গড়ে ১,০৮০ রান করেছেন। IPL-এ কনওয়ের ১১ টি হাফ সেঞ্চুরি রয়েছে। পাশাপাশি, তাঁর স্ট্রাইক রেট হল ১৩৯.৭২।