২০১৪ থেকে ২০২০, দক্ষিন দমদম পুরসভায় ৩২৯ জনের নিয়োগের পেছনে কত টাকার লেনদেন? উত্তর খুঁজতে ম্যারাথন অভিযান ইডির

Updated on:

Updated on:

ED Raid Intensifies Over South Dumdum Municipality Recruitment Scam

বাংলা হান্ট ডেস্কঃ পুজো মিটতেই পুর দুর্নীতি নিয়োগের তদন্তে (ED Raid) কোমর বেঁধে নেমেছে ইডির আধিকারিকরা। এবার ইডির নজরে রয়েছে দক্ষিণ দমদম পুরসভার তিনশোর বেশি নিয়োগ। জানা যায় দক্ষিণ দমদম পুরসভায় ২০২০ সালে একই দিনে ইন্টারভিউ ছাড়াই ২৯ জনের নিয়োগ এবং ২০২০ সালের মার্চ মাসে গ্রুপ সি ও ডি পদে ৩০৩ জনের নিয়োগ হয়। ২০১৪ সাল থেকে এই পর্যন্ত দক্ষিণ দমদম পুরসভার মোট অবৈধ নিয়োগ সংখ্যা ৩২৯।

ইডি সূত্রে জানা গেছে, প্রত্যেকটি নিয়োগ নিয়েই প্রশ্ন উঠেছে। অর্থের বিনিময়ে নিয়োগ হয়েছে বলে দাবি ইডির। সেই অর্থ কোথায় গিয়েছে, কারা দিয়েছে, সেই খোঁজেই জোরকদমে তদন্ত শুরু করেছে ইডি (ED Raid)। সূত্রের খবর, যে ৩২৯ জনের নিয়োগ সিবিআই চার্জশিটে উল্লেখ করেছিল সেই তালিকাতেই এখন পুরো নজর ইডির। ইডি জানিয়েছে, সব নিয়োগ অর্থের বিনিময়েই হয়েছে।

পুরনিয়োগ দুর্নীতির পেছনে অয়ন শীলের সংস্থা, দাবি ইডির (ED Raid)

জানা গিয়েছে, এই নিয়োগগুলির দায়িত্বে ছিলেন অয়ন শীলের সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারীদের আগের অনুসন্ধানে উঠে এসেছে সেই খবর। তদন্ত (ED Raid) সূত্রে জানা যায় অয়ন শীলের ওই সংস্থা নিয়োগ প্রক্রিয়ায় বেআইনি কাজে লিপ্ত ছিল। ওই সংস্থার বিরুদ্ধে পুর নিয়োগের গোটা প্রক্রিয়া বেআইনিভাবে চালানোর অভিযোগ রয়েছে।

শুক্রবার সকালে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে নেমে ইডির আধিকারিকরা হানা দিয়েছেন (ED Raid) দমকলমন্ত্রী সুজিত বসুর অফিসে। এছাড়া হানা দেয়া হয়েছে দমদম পুরসভার চেয়ারম্য়ান নিতাই দত্তের বাড়িতেও। সুজিত বসুর অফিসে প্রায় ২০ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়েছে বলে খবর সূত্রের।

ED Raid Intensifies Over South Dumdum Municipality Recruitment Scam

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে ছাড়া পেতেই আবার দলীয় কাজে ফিরলেন শঙ্কর, ফের ত্রাণ নিয়ে গেলেন নাগড়াকাটায়

ইডি আধিকারিকরা জানিয়েছেন, এই অভিযান (ED Raid) শুধু আর্থিক লেনদেনের খোঁজে নয়, বরং পুর নিয়োগের পুরো জালিয়াতির নেপথ্য কারচুপির পর্যবেক্ষণও করা হচ্ছে। কে কারা এর সাথে যুক্ত ছিল কত টাকার লেনদেন হয়েছে এই সবকিছুর খোঁজ চালাচ্ছে ইডি।