৫ বছরে ১,৬০৩ শতাংশ রিটার্ন! অথচ এবার ব্যান, ২ বছরের জন্য সরকারি টেন্ডার থেকে বাদ এই সংস্থা

Published on:

Published on:

This company's stock has given tremendous returns in the share market.

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের একাধিক দেশের সরকারকে প্রযুক্তিগত পরিষেবা প্রদানকারী কোম্পানি, BLS ইন্টারন্যাশনাল এবার একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই কোম্পানিটিকে ২ বছরের জন্য বিদেশ মন্ত্রকের (MEA) ভবিষ্যতের কোনও টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার ক্ষেত্রে নিষিদ্ধ করা হয়েছে। কোম্পানিটি একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে (Share Market) জানিয়েছে, যে তারা গত ১০ অক্টোবর বিদেশ মন্ত্রক থেকে এই তথ্য পেয়েছে। এর অর্থ হল, আগামী ২ বছর কোম্পানিটি MEA এবং বিদেশে ভারতীয় মিশনের নতুন টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে না।

শেয়ার বাজারে (Share Market) দুরন্ত রিটার্ন দিয়েছে এই সংস্থার স্টক:

অভিযোগ এবং মামলার ভিত্তিতে ব্যবস্থা: মূলত, পাসপোর্ট আবেদনকারীদের অসংখ্য অভিযোগ এবং চলমান আদালতের মামলা সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে BLS ইন্টারন্যাশনালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে, সংস্থাটি জানিয়েছে যে, তারা এই আদেশ পর্যালোচনা করবে এবং আইনি উপায়ে সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে।

This company's stock has given tremendous returns in the share market.

বর্তমান চুক্তির ওপর কোন প্রভাব পড়বে না: BLS ইন্টারন্যাশনাল স্পষ্ট করেছে যে, এই আদেশটি তাদের বর্তমান চুক্তি বা MEA-র সঙ্গে চলমান কার্যক্রমের ওপর কোনও প্রভাব ফেলবে না। অর্থাৎ, কোম্পানির আর্থিক অবস্থা (Share Market) এবং কার্যক্রম আগের মতোই চলবে। কোম্পানিটি দাবি করেছে যে, বিশ্বজুড়ে ভারতীয় মিশনগুলির সঙ্গে তাদের সমস্ত চুক্তি বৈধ এবং সময়সূচি অনুসারে চলছে। উল্লেখ্য যে, ২০২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতীয় মিশনগুলি এই কোম্পানির মোট আয়ের প্রায় ১২ শতাংশ এবং EBITDA-তে প্রায় ৮ শতাংশ অবদান রেখেছে।

আরও পড়ুন: কৃষকরাও পেলেন দীপাবলির উপহার! জোড়া প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর, খরচ হবে ৩৫,৪৪০ কোটি

BLS ইন্টারন্যাশনালের শেয়ারের অবস্থা: শুক্রবার BLS ইন্টারন্যাশনালের শেয়ারের (Share Market) দাম ০.০৩% কমে ৩৩৭.২০ টাকায় বন্ধ হয়েছে। গত ৫ মাসে, শেয়ারটির দাম প্রায় ৬.০৫ শতাংশ কমেছে। এদিকে, এই বছর অর্থাৎ ২০২৫ সালে শেয়ারটির দাম ৩০.১৪ শতাংশ কমেছে। তবে, গত ৫ বছরে এই শেয়ারটি ১,৬০৩.১৩ শতাংশ মাল্টিব্যাগার রিটার্ন প্রদান করেছে। BLS ইন্টারন্যাশনালের মার্কেট ক্যাপ ১৩.৯১ হাজার কোটি টাকা।

আরও পড়ুন: দলে হবে বড় পরিবর্তন! একসঙ্গে ৫ জন প্লেয়ারকে ছেড়ে দেবে CSK? একজন আবার ধোনির প্রিয়

BLS ইন্টারন্যাশনালের ব্যবসা: জানিয়ে রাখি যে, BLS ইন্টারন্যাশনাল হল একটি গ্লোবাল টেকনোলজি এবং আউটসোর্সিং সার্ভিস কোম্পানি। এটি বিশ্বজুড়ে সরকার এবং দূতাবাসগুলিতে ভিসা, পাসপোর্ট, কনস্যুলার এবং নাগরিকত্ব পরিষেবা প্রদান করে। এই সংস্থার প্রধান কাজ হল ভিসা প্রক্রিয়াকরণ, পাসপোর্ট আবেদন, নথি যাচাইকরণ এবং শনাক্তকরণ পরিষেবার মতো সরকারি প্রক্রিয়াগুলিকে ডিজিটালাইজড এবং সরলীকরণ করা। কোম্পানিটি ভারত সহ বেশ কয়েকটি দেশের সরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করেছে। পাশাপাশি, এই সংস্থা বেশ কয়েকটি দূতাবাস এবং সরকারের বিশ্বব্যাপী অংশীদারও।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।