বাংলাহান্ট ডেস্ক : একজন বাংলা ছবির ‘মহানায়ক’, অন্যজন হিন্দি ছবির ‘শাহেনশা’। দুই জগৎ একসময় এক হয়েছিল। বলিউডে তেমন ছাপ ফেলতে না পারলেও ‘দেশপ্রেমী’ ছবিতে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে অভিনয় করেছিলেন উত্তম কুমার। কিন্তু সে ছবির মুক্তি নিজে দেখে যেতে পারেননি মহানায়ক। তাঁর মৃত্যুর দু বছর পর মুক্তি পেয়েছিল ছবিটি।
একসঙ্গে কাজ করেছিলেন উত্তম কুমার এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)
দেশপ্রেমী ছবিটি অবশ্য বক্স অফিসে ব্যবসার জন্য নয়, অন্য এক কারণে চর্চিত রয়েছে এখনও। মুম্বইতে ছবির মহরতে গিয়েই প্রথমবার মুখোমুখি হন উত্তম এবং অমিতাভ (Amitabh Bachchan)। তবে উত্তম কুমারের যে তিনি কত বড় ভক্ত, তা তখনই তাঁকে জানিয়েছিলেন বিগ বি। আড্ডায় মেতে উঠতে সময় লাগেনি দুজনের। কিন্তু শুটিং শুরু হতেই কাটে তাল।
কী ঘটেছিল শুটিংয়ে: শোনা যায়, শুটিংয়ের প্রথম দিনেই প্রায় দু ঘন্টা দেরি করে পৌঁছান অমিতাভ (Amitabh Bachchan)। এদিকে সঠিক সময়ে পৌঁছে অপেক্ষা করে বসে মহানায়ক। যদিও অমিতাভের দেরি হওয়ায় বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করেননি তিনি। কিন্তু শুটিং শুরু হতে ধৈর্য্যের বাঁধ ভাঙে উত্তমের।
আরও পড়ুন : মাত্র ৩ মাসেই বিদায় ঘন্টা, পুজোর পরে নতুন সিরিয়াল নিয়ে চমক খ্যাতনামা পরিচালকের
কী করেছিলেন অমিতাভ: শোনা যায়, ক্যামেরার সামনে বারবার সংলাপ ভুল করতে শুরু করেন অমিতাভ (Amitabh Bachchan)। বারবার একই কাণ্ড চলায় রেগেমেগে নিজের মেকআপ রুমে চলে যান মহানায়ক। তারপরেই নিজের ভুল বুঝতে পেরে অমিতাভও (Amitabh Bachchan) গিয়ে পৌঁছান মহানায়কের কাছে।
আরও পড়ুন : সাবধান! ট্রেনে এই জিনিসগুলি নিয়ে ওঠা একেবারে নিষিদ্ধ, অন্যথায় পড়বেন চরম বিপাকে
শোনা যায়, উত্তম কুমারের পা ধরে ক্ষমা চেয়ে সেদিন অমিতাভ বলেছিলেন, তাঁর মতো অত বড় অভিনেতা হতে পারবেন না তিনি। উত্তম কুমার সামনে থাকায় তাই নার্ভাস হয়ে গিয়েছিলেন বিগ বি। তবে তাঁর কথা শুনেই নাকি তাঁকে বুকে জড়িয়ে ধরেছিলেন উত্তম কুমার।