বাংলা হান্ট ডেস্ক: পুজো শেষ হয়ে গেলেও বৃষ্টি যাওয়ার নাম নেই। আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে এ যাত্রায় আর ভারী ভিজবে না দক্ষিণবঙ্গ। কারণ আবহাওয়া দপ্তর বলছে, ১২ অক্টোবরই উত্তরবঙ্গ থেকে বিদায় নিচ্ছে বর্ষা। আর ১৮ অক্টোবর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বাকি জেলাগুলিতেও কোথাও কোথাও সামান্য বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা রাজ্যে। আগামী সপ্তাহেই বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নেবে বর্ষা। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও আরও কমবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের কোথাও আর কোনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও নেই। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন বজ্রপাতেরও পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে। সোমবার পর্যন্ত শুধুমাত্র উপকূলের জেলায় বৃষ্টি চলবে। এদিন কলকাতার আকাশ সাধারণত অংশত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আরও পড়ুন: স্ত্রী-চার সন্তান থাকতেও ধর্ম বদলে হেমাকে বিয়ে, শেষ বয়সে কে রয়েছেন ধর্মেন্দ্রর পাশে?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গ থেকে আজ-কালই বর্ষা বিদায় নেবে। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা খুবই সামান্য। সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টি হবে না কোথাও।