বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সরকারি প্রাথমিক স্কুলগুলির শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা পাঠালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেই বার্তাই শনিবার কলকাতার মুরলী ধর সেন লেনের বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর দেওয়া আশ্বাসের কথা জানালেন শুভেন্দু (Suvendu Adhikari)
শুভেন্দু (Suvendu Adhikari) জানান, সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বহু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা দুশ্চিন্তায় রয়েছেন। কারণ, আদালতের রায় অনুযায়ী যাঁরা টেট-উত্তীর্ণ নন, তাঁদের চাকরি বজায় রাখতে হলে পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে। এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর দীর্ঘ আলোচনা হয় বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী কী বার্তা দিয়েছেন?
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “গতকাল বিহারে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সেখান থেকেই তাঁর সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। তিনি আমাকে অনুরোধ করেছেন, পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের জানাতে যে ভারত সরকারের পক্ষ থেকে তাঁদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও জানান যে, “সুপ্রিম কোর্টের যে রায় এসেছে, তার ফলে দেশের কোথাও যেন সিনিয়র শিক্ষক-শিক্ষিকারা অসুবিধায় না পড়েন, সেই বিষয়ে কেন্দ্র সচেষ্ট। দ্রুতই বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর অনুমতি নিয়েই আমি এই কথা বলছি।”
শুভেন্দু (Suvendu Adhikari) জানান, শুধু শিক্ষামন্ত্রীই নয়, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে। তিনি বলেন, “কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী দুইজনেই বিষয়টি গভীরভাবে দেখছেন। মন্ত্রী আমাকে বলেছেন, তাঁরা আইনি পথেই এগোবেন। উনি একটি বিশেষ লিগ্যাল টার্ম উল্লেখ করেছিলেন, যা আমি এখন প্রকাশ করছি না। তবে উনি স্পষ্ট বলেছেন, শিক্ষক-শিক্ষিকাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।”