হঠাৎ সেতু ভেঙে বন্ধ কলকাতা-দিঘা রুট! সপ্তাহান্তে ভ্রমণার্থীদের বিপাক, ট্র্যাফিক নিয়ন্ত্রণে তৎপর পুলিশ

Published on:

Published on:

National Highway Kolkata-Digha route closed due to bridge collapse tourists in trouble

বাংলা হান্ট ডেস্ক: শনিবার মরিচদার কাছে আচমকাই ভেঙে পড়ে ১১৬ বি জাতীয় সড়ক সেতু (National Highway)। এর ফলে সপ্তাহান্তে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কলকাতার-দিঘা বাস চলাচল। যার ফলে ভোগান্তির শিকারে পড়েন যাত্রীরা। সেতুটি জাতীয় সড়কের ওপরে রয়েছে বলে, এই সেতু ভেঙে পড়ায় স্বাভাবিকভাবে সড়ক পথে যান চলাচল বন্ধ। তবে বিকল্প পথের ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।

সেতু ধসে বন্ধ কলকাতা-দিঘা রুট, বিপাকে পর্যটকরা (National Highway)

তবে সপ্তাহের শেষের ছুটিতে বহু মানুষ দুদিনের জন্য দিঘাতে (Digha) ঘুরতে যান‌। এই ঘটনা ঘটায় অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। সূত্রের খবর, এই সেতু ভেঙে পড়ায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জখম হয়েছে কয়েকটি গাড়ির যাত্রীরা। যদিও এই ঘটনার পর এলাকায় যানজট সৃষ্টি হয়। কারণ ওই সময় জাতীয় সড়কে (National Highway) পর্যটকদের গাড়ি ও ছিল।

এছাড়াও এই সেতু ভেঙে পড়ার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনের আধিকারিকেরা। খবর দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল এই বিষয়ে জানান, ঘটনার জেরে রাস্তায় সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। কলকাতা ও দিঘার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

National Highway Kolkata-Digha route closed due to bridge collapse tourists in trouble

আরও পড়ুন: পকেট বাঁচিয়ে শরীরচর্চা! সস্তা খাবারেই মিলবে প্রোটিন ও এনার্জি, পুষ্টিবিদদের মতামত

এই ঘটনার জেরে ইতিমধ্যে বিকল্প পথের ব্যবস্থা শুরু করা হয়েছে। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জানান, কোলাঘাট থেকে দিঘা গামী বাসগুলিকে ১১৬ বি জাতীয় সড়কের বাজকুল থেকে ভগবানপুরের দিকে ও হেঁড়িয়া থেকে ভূপতিনগর হয়ে টেগরার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

সেখান থেকে কাঁথি হয়ে দিঘায় যাচ্ছে আপাতত বাস গুলি। অন্যদিকে কাঁথি থেকে কলকাতাগামী বাসগুলিকে এগুলার দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে খড়গপুরগামী রাস্তা ধরে অথবা ভগবানপুরে রাস্তা ধরে কোলাঘাটের দিকে যাচ্ছে বাস গুলো (National Highway)।