বাংলা হান্ট ডেস্ক: পুজোর সময় অনেকে এদিক ওদিক ঘুরতে যায়। আবার অনেকে পুজোর সময় নিজের শহর ছেড়ে অন্য কোথাও যেতে চান। তবে বছরের শেষে একটা ঘোরার (Travel) প্ল্যান করবেন না তা কি হয়। কিন্তু এইদিকে পুজোয় খরচ করে পকেট গড়ের মাঠ হয়ে রয়েছে। এবার ভাবছেন কাছে পিঠে কোথাও একটা ঘুরে আসবে। কিন্তু জায়গা ঠিক করে উঠতে পারেননি। আজকের প্রতিবেদনে রইল তেমনি কিছু জায়গার কথা যেখানে আপনি স্বল্প খরচে ঘুরে আসতে পারেন।
পুজোর পরে বেড়ানোর পরিকল্পনা? দেখুন কম খরচের স্পটগুলো (Travel)
শীতের সময় সবাই অল্প বিস্তর কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন। কিন্তু উৎসবের মরশুমে এক গাদা টাকা খরচ হয়ে যাওয়ার ফলে ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও আপনি যেতে পারছেন না। কিন্তু চিন্তা করার আর কিছু নেই, হাতের স্বল্প কিছু টাকা নিয়ে ঘুরে আসতে পারেন এই তিনটি জায়গায় (Travel)।
আরও পড়ুন: আলোয় ভরে উঠবে ঘর-বাড়ি! কবে পড়ছে দীপাবলি আর ভাইফোঁটা, দেখে নিন সময়সূচি
দুয়ারসিনি: পুরুলিয়ায় পর্যটকদের ধীরে ধীরে আকর্ষণ বাড়ছে। আপনি চাইলে দুদিনের ছুটি নিয়ে অথবা সপ্তাই শেষ পরিবার ও প্রিয় জনকে নিয়ে এখানে আসতে পারেন। খরচ খুব বেশি একটা হবে না। তবে মন ভরে প্রাকৃতিক পরিবেশ আপনি উপভোগ করতে পারবে। আর এখানে আসার উপযুক্ত সময় শীতকালে। কারণ শীতকালে দুয়ারসিনি এক অন্য মনোরম পরিবেশ গড়ে তোলে (Travel)।
বুরাঘুটু: দুদিনের ছুটি নিয়ে ঘুরতে যেতে পারেন বুরাঘুটু। এটি বাঁকুড়া জেলার অবস্থিত। এখানে গেলে আপনি অল্প স্রিত আদিবাসী দেখতে পাবেন। এছাড়াও কংসাবতী নদীর তীরে বসে আপনি গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়া চাইলে ভোরবেলায় হেঁটে ঘুরে দেখতে পারেন মুকুটমণিপুর জলধারা।
গড়পঞ্চকোট: পুরুলিয়া জেলার নিতুড়িয়া গ্রামে রয়েছে গড় পঞ্চকোট। এইখানে গেলে আপনি একাধিক মন্দির দেখতে পাবেন। এছাড়াও এখানে রয়েছে বেশ কিছু সরকারি হোটেল। চাইলে সেখানে আপনি রাত্রি যাপন করতে পারেন। অথবা পাহাড়ের কোলে রাত্রিযাপন করতে গেলে পেয়ে যাবেন বেশ কিছু রিসোর্ট (Travel)।