বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুরে (Durgapur) মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের। এই ঘটনায় এবার ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। মোবাইল টাওয়ারের লোকেশন ট্রেস করে তাদের গ্রেফতার করা হয় বলে খবর। তবে গ্রেফতার হওয়া ৩ জনের পরিচয় প্রকাশ করা হয়নি পুলিশের তরফে।
দুর্গাপুরে (Durgapur) গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
এই ঘটনায় ৫ জনকে চিহ্নিত করেছে পুলিশ। তার মধ্যে ৩ জন ধরা পড়েছে জালে, বাকিদেরও দ্রুত গ্রেফতার করার আশ্বাস দিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, অপর দুই অভিযুক্ত এখনও পলাতক। তল্লাশি চলছে তাদের খোঁজে। এছাড়াও নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার (Durgapur) সহপাঠীকে সন্দেহের কথা জানিয়েছিলেন নির্যাতিতার বাবা। তাঁকেও আটক করা হয় গতকাল। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি।
আটক হয়েছেন সহপাঠী: জানা যাচ্ছে, ঘটনার দিন এই সহপাঠীর সঙ্গেই বেরিয়েছিলেন নির্যাতিতা। তখনই প্রথমে তিনজন এসে তাঁর ফোন কেড়ে নেন বলে অভিযোগ। পরে অপর দুজন এসে প্রশ্ন করায় নির্যাতিতা (Durgapur) জানান, তাঁর ফোন কেড়ে নেওয়া হয়েছে। ওই দুজনের থেকে মোবাইল নিয়েই নিজের নম্বরে নির্যাতিতা তরুণী ফোন করেন বলে জানা যাচ্ছে। তদন্তে নেমে ওই ফোন নম্বরের সূত্র ধরেই প্রথম রহস্য উদঘাটন করে পুলিশ।
আরও পড়ুন : স্ত্রী-চার সন্তান থাকতেও ধর্ম বদলে হেমাকে বিয়ে, শেষ বয়সে কে রয়েছেন ধর্মেন্দ্রর পাশে?
কীভাবে গ্রেফতার ৩ জন: নম্বরটি কার তা খুঁজে বের করে তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের পরিচয় হাতে আসে পুলিশের। পলাতক (Durgapur) দুজনকেও আজই গ্রেফতার করা যাবে বলে আশাবাদী পুলিশ। জানা যাচ্ছে, যেখানে ঘটনাটি ঘটেছে তা জঙ্গল এলাকা হওয়ায় একটা নির্দিষ্ট জায়গা পর্যন্তই গাড়ি ঢোকে।
আরও পড়ুন : মাত্র ৩ মাসেই বিদায় ঘন্টা, পুজোর পরে নতুন সিরিয়াল নিয়ে চমক খ্যাতনামা পরিচালকের
সাইকেল বাইক নিয়ে জঙ্গলের মধ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সাদা পোশাকে, ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। শীঘ্রই বাকি অভিযুক্তদের খোঁজও পাওয়া যাবে বলে আশাবাদী পুলিশ।