বাংলা হান্ট ডেস্কঃ এখনও অধরা বিচার অভয়াকাণ্ডের। এক বছর আগে আরজি করে (RG Kar) ঘটে যাওয়া ঘটনার ঘা এখনও সকলের মনে দগদগে হয়ে রয়েছে। এই ঘটনা নিয়ে চলেছে প্রচুর রাজনৈতিক তরজা। কিন্তু এর মধ্যেই আর জি কর মেডিক্যাল কলেজের হস্টেলে ২০০১ সালে এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র সৌমিত্র বিশ্বাসের রহস্যমৃত্যুর ঘটনা ফের আলোচনায় এসেছে। ওই সময় পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ঘোষণা করলেও, পরিবারের দাবি ছিল সৌমিত্র আত্মহত্যা করতে পারেন না। সম্প্রতি সোশাল মিডিয়ায় এই ঘটনার পুনঃউদ্ঘাটন করেছেন সমাজমাধ্যম ইনফ্লুয়েন্সার নীতীশ রাজপুত।
আরজি করে (RG Kar) সক্রিয় ছিল পর্নোগ্রাফি চক্র?
উল্লেখ্য, ২০০১ সালের ২৫ আগস্ট সকালে সৌমিত্রকে তার নিজ ঘরে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরিবারের তরফে রাজ্যপালকে চিঠি দেওয়ার পর সিআইডি তদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, আরজি কর মেডিক্যাল কলেজে (RG Kar) সক্রিয় পর্নোগ্রাফি চক্র কাজ করছিল। ওই সময় ছাত্র ইউনিয়ন ও কিছু প্রভাবশালী সদস্য এই কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ ওঠে।
সিআইডি তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য
সৌমিত্রর মা-বাবা জানান, সৌমিত্র আরজি কর হাসপাতালের (RG Kar) ভিতরে পর্নোগ্রাফি চক্রের ব্যাপারে অনেক কিছু জেনে গিয়েছিল। সৌমিত্রর ব্যাচের এক মেয়ের ছবি বিকৃত করা হয়েছিল। মেয়েটিকে সেই তথ্য জানানোর পরই চক্রের লোকজন সতর্ক হয়ে সৌমিত্রকে হত্যার পরিকল্পনা করে। সিআইডি রিপোর্টে পর্নোগ্রাফি শুটিংয়ের ট্রাইপড, লাইট রিফ্লেক্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছিল। কিন্তু কলেজ কর্তৃপক্ষ ও স্টুডেন্ট ইউনিয়ন তদন্তে সহযোগিতা করেনি।
নতুন করে এই ঘটনা সোশাল মিডিয়ায় উঠে আসায় বাম ঘেঁষা চিকিৎসক ও নেতারা অস্বস্তিতে পড়েছেন । সেসময় হাসপাতালের এসএফআই সংগঠনের নেতা ছিলেন সুবর্ণ গোস্বামী। বর্তমানে তিনি বামঘেঁষা চিকিৎসকদের সংগঠনের হর্তাকর্তা। তাঁরা এখন বলছেন, “পুরনো ঘটনা, মনে নেই।” তবে নীতীশ রাজপুতের ভিডিও পোস্টে মাত্র কয়েক ঘন্টায় ৩৭ হাজার লাইক পড়েছে এবং সামাজিক মাধ্যম জুড়ে বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ গোটা দেশে ঢুকছে বেসরকারি বিদ্যুৎ সংস্থা, বিল বাড়বে না কমবে? শুরু নতুন বিতর্ক
ভিডিওর কমেন্ট সেকশনে সাধারণ নাগরিকরা লেখেন, “এত বড় লজ্জা!” তাঁরা প্রশ্ন তুলেছেন, কীভাবে সেই সময় রাজ্য সরকার মুখে কুলুপ এঁটে বসেছিল। ২৪ বছর পরে আরজি করের (RG Kar) এই অন্ধকার ইতিহাসের সামনে আসতেই সমাজে নতুন বিতর্ক শুরু হয়েছে।