ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা, বন্যাদুর্গত এলাকার অবস্থা দেখে বিশেষ নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Mamata Banerjee to Visit Flood-Hit North Bengal Again to Review Relief Efforts

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সরাসরি মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বাগডোগরায় পৌঁছবেন এবং দুপুর ১টার দিকে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে পৌঁছবেন। সেখানে আলিপুরদুয়ার জেলার হাসিমারা নীলপাড়া ফরেস্ট কমিউনিটি হলে জেলার বন্যা পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং করার কথা রয়েছে। জানা গেছে, বন্যাদুর্গত এলাকা পরিদর্শনেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া সোমবার মিরিক যাওয়ার সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর।

৮ অক্টোবরই প্রথম উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নিম্নচাপের বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ব্রিজ ভেঙে যায়, রাস্তা ধসে যায়, এমনকি বহু বাড়ি-ঘর ভেঙে পড়ে। দুর্যোগের কারণে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে গত ৮ অক্টোবরই প্রথম উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজো কার্নিভালের পর সকালবেলায় রওনা দিয়ে তিনি বন্যাদুর্গতদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের হাতে ক্ষতিপূরণ তুলে দিয়েছেন।

সেই সফরের আগে মমতা (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি ফের একবার উত্তরবঙ্গে যাবেন। জানা গিয়েছে এবার কলকাতা থেকে সরাসরি হাসিমারায় পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার অবস্থা ও উদ্ধারকাজের অগ্রগতি সবকিছু নিজে যাচাই করবেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, দুর্গাপুজো কার্নিভালের সময়ই উত্তরে বন্যা হয়েছিল। কিন্তু কার্নিভালের জন্য সেখানে যেতে পারেননি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তখন জানান, “একটা দুর্ঘটনা ঘটলে ৪৮ ঘণ্টা সময় দিতে হয় উদ্ধারকাজের জন্য। কেউ কেউ রাজনীতি করছে। তখন কেন কার্নিভাল হবে? এটা বাংলার গর্ব। ক্লাবগুলি অনেক আশা করে বসে আছে, তাদের মূল্য কি নেই? বিদেশি পর্যটকদের জন্য ক্যান্সেল করা সম্ভব কি? তাছাড়া ওইদিন এসে কী করতাম? আমাদের দেখতে গিয়ে উদ্ধারকাজ থেমে যেত। পুলিশকে কে সামলাবে, দমকলকে কে সামলাবে? প্রাথমিক দায়িত্ব কি? বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই তো কাজ।”

Mamata Banerjee to Visit Flood-Hit North Bengal Again to Review Relief Efforts

আরও পড়ুনঃ বাম আমলে আর জি কর মেডিক‌্যাল কলেজে পর্ণ চক্র? কি ঘটেছিল ২৪ বছর আগে? সোশাল মিডিয়ায় ফের শোরগোল শুরু

জানা যাচ্ছে এদিন উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই সফরের মাধ্যমে বন্যা বিধস্ত এলাকা দ্রুত স্বাভাবিক করার কাজের অগ্রগতি যাচাই করবেন এবং প্রয়োজনে আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই নির্দেশ দেবেন তিনি।