১০ দিনেই ‘ইউ টার্ন’! আসানসোলে বিহারি টক্কর? নাম প্রত্যাহার করে ফের ভোটে লড়ছেন পবন সিং

বাংলা হান্ট ডেস্ক : আসানসোলের (Asansol) পদ্মপ্রার্থীকে নিয়ে জল্পনার শেষ নেই। বিজেপির (BJP) প্রথম প্রার্থী তালিকায় যার নাম ছিল সেই ভোজপুরী গায়ক পবন সিং (Pawan Singh) তো নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। বাঙালি নারী বিদ্বেষ ইস্যুতে কোণঠাসা গায়ক সেই সময় জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেননা। তবে সেই ঘটনার ১০ দিন পার হতে না হতেই ফের একবার বোমা ফাটালেন ‘ললিপপ’ গায়ক পবন সিং।

এইদিন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্পষ্ট জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তিনি লড়ছেন। তার সাথে আছে তার মায়ের আশীর্বাদ। যদিও কোন কেন্দ্র থেকে তিনি ময়দানে ফিরছেন সেকথা এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক কারবারিদের মতে, তিনি হয়ত বাংলার কয়লা শিল্পাঞ্চল থেকেই ভোটে দাঁড়াতে পারেন। যদিও সবকিছুই এখন ধোঁয়াশায় রেখেছে গেরুয়া শিবির।

অন্যদিকে শোনা যাচ্ছে, আরেক ভোজপুরী তারকা দীনেশলাল যাদব ওরফে নিরহুয়াও আসানসোল আসতে পারেন আগামীকাল। বৃহস্পতিবার তার বিজেপির সাথে বৈঠকেরও জল্পনা রয়েছে। বিজেপি সূত্রে খবর, বৈঠকের পরদিন আসানসোলে প্রচারও শুরু করবেন তিনি। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, যে আসনের প্রার্থীই এখনও অনিশ্চিত সেই আসনে প্রচার কীভাবে করবেন তিনি? যদিও এইসব কোনও প্রশ্নেরই উত্তর দেয়নি গেরুয়া শিবির।

আরও পড়ুন : ‘আব কি বার ৪০০ পার’ না হলেও দেশজুড়ে গেরুয়া ঝড়! সমীক্ষা দেখে থরহরিকম্প বিরোধী শিবিরে

এত জল্পনার মাঝে আগুনে ঘি ঢালার মত কাজ করেছে পবনের এই নয়া পোস্ট। একদিকে আজমগড়ের সাংসদ তথা ভোজপুরী তারকা নিরহুয়ারং প্রচারের কাজ অন্যদিকে পবনের টুইট। আপাতত দু’য়ে দু’য়ে চার করে রাজনৈতিক কারবারিদের ধারনা, হয়ত পবনের হয়েই প্রচারে নামছেন আজমগড়ের সাংসদ দীনেশলাল যাদব।

আরও পড়ুন : হাতের নাগালে উত্তরবঙ্গ, নয়া ট্রেন শিয়ালদা থেকে! বিরাট ঘোষণা ভারতীয় রেলের

thequint 2024 03 70083365 cca2 4bed ba42 8b2385d1ca36 ghuvfl5waaafdrn

উল্লেখ্য, বিজেপির প্রথম প্রার্থী তালিকায় আসানসোলের প্রার্থী হিসেবে নাম ছিল পবন সিং-র। তালিকা প্রকাশ হতেই ভোজপুরী তারকার বিরুদ্ধে একপ্রস্থ ক্যাম্পেইন চালায় শাসকদল থেকে শুরু করে বাম কর্মী সমর্থকরাও। অভিযোগ, বাংলার মহিলাদের নিয়ে ‘যৌন উদ্দীপক’, নারী ‘বিদ্বেষী’ গান গেয়েছেন তিনি। বিতর্ক তুঙ্গে উঠতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অভিনেতা। তারপর থেকে আর অন্য নাম ঘোষণা করেনি বিজেপি। তবে কানাঘুষা উঠে আসে আরও দুটি নাম। সূত্রের খবর, এই দুটি নাম হল জিতেন্দ্র তিওয়ারি এবং সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর