মুখেই নারী সুরক্ষার কথা, কাজে নীরব কেন্দ্র! দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ‘অপরাজিতা বিল’ নিয়ে বিস্ফোরক অভিষেক

Published on:

Published on:

Abhishek Banerjee slams Central over Aparajita Bill delay after Durgapur gangrape

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুরের মর্মান্তিক গণধর্ষণের ঘটনায় যখন উত্তাল রাজ্যের রাজনীতি, সেই আবহেই ফের আলোচনায় উঠে এল ‘অপরাজিতা বিল’। রাজ্য বিধানসভায় বিল পাশ হলেও রাষ্ট্রপতি এখনও ওই বিলের অনুমোদন দেয়নি, এই নিয়েই ফের কেন্দ্রকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক অভিযোগ করে বলেন, “মোদী সরকার নারী সুরক্ষার দায়িত্ব থেকে হাত গুটিয়ে নিয়েছে।”

কী ঘটেছে দুর্গাপুরে?

ওড়িশার জলেশ্বরের বাসিন্দা এক তরুণী দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া। শুক্রবার সন্ধ্যায় এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, তখনই কয়েকজন যুবক তাঁকে টেনে নিয়ে যায় একটি নির্জন জঙ্গলে। সেখানে তাঁকে গণধর্ষণ করা হয়। আতঙ্কে পালিয়ে যান তাঁর সহপাঠী। এই ঘটনার পর থেকেই অভিযুক্তরা অধরা। যদিও নির্যাতিতার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনায় FIR দায়ের হয়েছে। খবর ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এই ঘটনায় ফের রাজ্যজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে।

অপরাজিতা বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের (Abhishek Banerjee)

শনিবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, “এই ধরণের নৃশংস অপরাধের জন্য প্রয়োজন কঠোর আইন। কিন্তু নরেন্দ্র মোদীর সরকার সেই দায়িত্ব থেকে হাত গুটিয়ে নিয়েছে। এক বছরের বেশি সময় কেটে গেলেও, অপরাজিতা বিল এখনও আইনে পরিণত হয়নি। এটা কি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়?” অভিষেকের বক্তব্য, বিজেপি শুধু মুখে নারী সুরক্ষার কথা বলে, বাস্তবে কোনও পদক্ষেপ নেয় না। তাঁর মতে, এই বিল কার্যকর হলে রাজ্যে এমন অপরাধীদের দ্রুত সাজা দেওয়ার পথ সহজ হতো।

প্রসঙ্গত, রাজ্যের তরফে আগেই অভিযোগ উঠেছিল যে, রাষ্ট্রপতি ইচ্ছাকৃতভাবে বিলটি অনুমোদন দিচ্ছেন না। শাসক দল তৃণমূলের দাবি, “কেন্দ্র নারীদের সুরক্ষার বিষয়েও রাজনীতি করছে।”

এই প্রসঙ্গে রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “বাংলা পুলিশ জিরো টলারেন্স নীতিতেই বিশ্বাসী। নারীর বিরুদ্ধে কোনও অন্যায় সহ্য করা হবে না।” এর পাশাপাশি রাজ্য পুলিশ জানায় এই ঘটনার তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ সাধারণ মানুষকে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধও জানিয়েছে।

Abhishek Banerjee slams Central over Aparajita Bill delay after Durgapur gangrape

আরও পড়ুনঃ তৃতীয় শ্রেণি থেকেই AI পড়ানো বাধ্যতামূলক! শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আনছে কেন্দ্র

উল্লেখ্য, দুর্গাপুর কাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসতেই ফের শাসক-বিরোধী রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কেন্দ্রকে দায়ী করছে বিলের দেরি নিয়ে, অন্যদিকে বিজেপি প্রশ্ন তুলছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে। দুই তরফের অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝে মর্মাহত সাধারণ মানুষ।