পুলিশের জালে ৩ অভিযুক্ত! দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের নাম প্রকাশ করলেন শুভেন্দু

Published on:

Published on:

Suvendu Adhikari reveals names of Durgapur gangrape accused

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর উপর গণধর্ষণের ঘটনায় নয়া মোড়। ঘটনায় অভিযুক্তদের মধ্যে ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রবিবার এক ভিডিও পোস্ট করে অভিযুক্তদের নাম প্রকাশ্যে আনেন।

দুর্গাপুর ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের নাম প্রকাশে আনলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)

সম্প্রতি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। পোষ্টের ক্যাপশনে শুভেন্দু অধিকারী লিখেছেন, “দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তরা হলেন শেখ নাসিম উদ্দিন, শেখ রিয়াজ উদ্দিন, শেখ ফেরদৌস ও শেখ সফিকুল। প্রত্যেকের বাড়ি বিজড়া গ্রামে।”

পুলিশ সূত্রে খবর, এই মামলায় মোট ৫ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল টাওয়ারের লোকেশন ট্রেস করেই ধরা হয় অভিযুক্তদের। অপর ২ অভিযুক্ত এখনও পলাতক. তাদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

নির্যাতিতার বাবার অভিযোগ, তাঁর মেয়ের সহপাঠীও ঘটনায় জড়িত থাকতে পারে। সেই সূত্র ধরেই গতকাল ওই সহপাঠীকে আটক করেছে পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন ওই সহপাঠীর সঙ্গেই বেরিয়েছিলেন নির্যাতিতা। প্রথমে তিনজন এসে তাঁর ফোন কেড়ে নেয় বলে অভিযোগ, পরে অপর দুজন এসে প্রশ্ন করলে নির্যাতিতা জানিয়েছিলেন যে ফোন কেড়ে নেওয়া হয়েছে। এরপর নির্যাতিতা ওই দুজনের কাছ থেকে ফোন নিয়ে নিজের নম্বরে কল করেন। সেই ফোন নম্বরের সূত্র ধরেই রহস্যের জাল খুলতে শুরু করে পুলিশ।

Suvendu Adhikari reveals names of Durgapur gangrape accused

আরও পড়ুনঃ SIR-এ ফুল মার্কস বাংলার, তবু প্রশ্নের জালে জর্জরিত নির্বাচন কমিশনের বিশেষ দল

পুলিশের দাবি, পলাতক দুই অভিযুক্তও খুব শিগগিরই ধরা পড়বে। জেলার বিভিন্ন প্রান্তে চলছে তল্লাশি। ইতিমধ্যেই বিজড়া গ্রাম-সহ একাধিক এলাকায় অভিযান চালিয়েছে পুলিশ। ঠিক কী কারণে সে দিন ওই এলাকায় নির্যাতিতা ও তার সহপাঠী গিয়েছিলেন, তা জানারও চেষ্টা করছে তদন্তকারীরা।