চাবাহার বন্দর থেকে শুরু করে ওয়াঘা বর্ডার… ভারত-আফগানিস্তানের মধ্যে কোন কোন বিষয়ে হল আলোচনা?

Updated on:

Updated on:

India-Afghanistan turning a new chapter.

বাংলাহান্ট ডেস্ক: ভারত-আফগানিস্তানের (India-Afghanistan) সম্পর্কে নয়া মোড়। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ছয় দিনের ভারত সফরে রয়েছেন। এই সফর ঘিরে কূটনৈতিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, তেমনই এক বিতর্কও জন্ম নিয়েছে। শুক্রবার দিল্লিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে মুত্তাকিকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। রবিবার তিনি আরেকটি সাংবাদিক বৈঠকে সেই বিষয়ে ব্যাখ্যা দেন এবং একই সঙ্গে ভারত-আফগানিস্তান সম্পর্কের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

ভারত-আফগানিস্তান (India-Afghanistan) সম্পর্কে নয়া মোড়

মুত্তাকি জানান, ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাঁর কথায়, ভারত ও আফগানিস্তানের (India-Afghanistan) মধ্যে সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার নতুন সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের আঘাতের যোগ্য জবাব আফগানিস্তানের! ভয়াবহ হামলায় নিহত ৫৮ পাক সেনা

আফগান বিদেশমন্ত্রী আরও জানান, ভারত সরকার কাবুলে তাদের মিশনকে দূতাবাস পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শিগগিরই কাবুলের কূটনীতিকরা নয়াদিল্লিতে আসবেন। দুই দেশের মধ্যে বিমান চলাচল বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতার নানা বিষয়েও ঐক্যমত্য গড়ে উঠেছে। মুত্তাকি বলেন, “আমরা ভারতকে আফগানিস্তানে (India-Afghanistan) বিনিয়োগের আহ্বান জানিয়েছি, বিশেষ করে খনন, কৃষি ও ক্রীড়া খাতে।”

তিনি আরও জানান, দুই দেশের আলোচনায় চাবাহার বন্দরকেও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতকে ওয়াঘা সীমান্ত খুলে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, কারণ এটি ভারত-আফগানিস্তানের (India-Afghanistan) মধ্যে সবচেয়ে দ্রুত ও সুবিধাজনক বাণিজ্যপথ।

India-Afghanistan turning a new chapter.

আরও পড়ুন:ছুটির বিকেলে প্লেটে নতুন ধারা, মিষ্টি বাদ দিয়ে ভেজিটেবল ললিপপে জমুক আড্ডা, রইল রেসিপি

শুক্রবারের বিতর্ক প্রসঙ্গে মুত্তাকি বলেন, “মহিলা সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রযুক্তিগত কারণে হয়েছিল। হঠাৎ করেই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এবং সীমিত সংখ্যক সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না।” তবে, আফগানিস্তানে (India-Afghanistan) নারীদের অধিকার ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি। তাঁর বক্তব্য, “আফগানিস্তানে সবারই অধিকার রয়েছে।”

মুত্তাকির এই সফর আফগানিস্তান ও ভারতের (India-Afghanistan) সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনার ইঙ্গিত দিচ্ছে বলে কূটনৈতিক মহলের মত। তবে, তালিবান সরকারের নারী-অধিকার নীতির প্রশ্নে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ রয়েছে, তা এই সফরেও আলোচনার কেন্দ্রে থেকেছে।