রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য! এবার IPL থেকেও অবসর নিতে চলেছেন কোহলি? শুরু জল্পনা

Published on:

Published on:

Is Virat Kohli going to retire from IPL too?

বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ইতিমধ্যেই T20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যদিও, তিনি ODI-তে এবং IPL-এ খেলা চালিয়ে যাচ্ছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচের ODI সিরিজ আগামী ১৯ অক্টোবর শুরু হবে। যেখানে বিরাট কোহলিকে খেলতে দেখা যাবে।

IPL থেকেও অবসর নিতে চলেছেন কোহলি (Virat Kohli)?

কিন্তু, এই সিরিজের আগে, একটি বড় বিষয় সামনে এসেছে। যা লক্ষ লক্ষ ক্রিকেট অনুরাগীকে হতবাক করেছে। মূলত, এবার বিরাট কোহলির (Virat Kohli) IPL থেকে অবসরের প্রসঙ্গে জল্পনা শুরু হয়েছে। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও ঠিক এইরকমই এক আপডেট সামনে এসেছে।

বিরাট কী IPL থেকে অবসর নেবেন: রেভস্পোর্টজ-এর সাংবাদিক রোহিত জুগলানের একটি রিপোর্ট অনুসারে, বিরাট কোহলি (Virat Kohli) RCB-র ব্র্যান্ড অপারেশন সম্পর্কিত একটি বিজনেস কন্ট্রাক্টে মেয়াদ বাড়ানোর জন্য স্বাক্ষর করতে যাচ্ছিলেন। কিন্তু কোহলি ফের চুক্তিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে বিরাট কোহলি বা RCB এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে এই খবরটি ক্রিকেট অনুরাগীদের হতবাক করেছে।

আরও পড়ুন: চমকের পর চমক! মেসির পাশাপাশি ভারতে আসবেন আরও ২ কিংবদন্তি, বেজায় খুশি অনুরাগীরা

রোহিত জুগলান জানিয়েছেন “গতবার মেগা নিলামের আগে আমার ধারণা ছিল যে ২০২৬ সালের IPL শুরু হওয়ার আগে, বিরাট কোহলিকে (Virat Kohli) একটি ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি আপডেট করতে হবে। কিন্তু তিনি তাঁর চুক্তি আপডেট করেননি। এমন খবরের পর, এখন জল্পনা চলছে যে বিরাট চান RCB ফ্র্যাঞ্চাইজি তার মুখ ব্যবহার না করেই এগিয়ে যাওয়ার পরিকল্পনা করুক।”

আরও পড়ুন: ৫ বছরে ১,৬০৩ শতাংশ রিটার্ন! অথচ এবার ব্যান, ২ বছরের জন্য সরকারি টেন্ডার থেকে বাদ এই সংস্থা

এই বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট: জানিয়ে রাখি যে, বিরাট কোহলি (Virat Kohli) IPL ২০২৫-এর মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন। কেউই কোহলির টেস্ট অবসরের কথা বিশ্বাস করেনি। সবাই অনুমান করেছিল যে, তিনি আরও ৩ থেকে ৪ বছর টেস্ট ক্রিকেট খেলবেন। এদিকে, এখন ODI ক্রিকেট থেকে তার অবসর নিয়েও জল্পনা চলছে। তবে রিপোর্ট অনুসারে, কোহলির IPL থেকেও সরে দাঁড়ানোর প্রসঙ্গে জল্পনা শুরু হয়েছে।