বাংলাহান্ট ডেস্ক: সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ইন্সপেক্টর ভাবনা চৌধুরি (Inspector Bhawna Chaudhary)। বিএসএফ-এর বিমান শাখায় প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হলেন তিনি। ৬০ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও মহিলা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। রবিবার প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রধান দলজিৎ সিংহ চৌধুরি ভাবনা-সহ পাঁচ ফ্লাইট ইঞ্জিনিয়ারের হাতে শংসাপত্র ও ফ্লাইং ব্যাজ তুলে দেন।
নতুন নজির গড়লেন ভাবনা (Inspector Bhawna Chaudhary):
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, ভাবনা (Inspector Bhawna Chaudhary)-সহ মোট পাঁচ জন সাব-অর্ডিনেট অফিসার (এসও) গত দু’মাস ধরে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন বিএসএফ-এর নিজস্ব বিমান শাখায়। আগস্ট মাসে প্রশিক্ষণ শুরু হয়েছিল, যা চলেছে টানা দুই মাস। প্রশিক্ষণ চলাকালীন মোট ১৩০ ঘণ্টার ক্লাস ও ফ্লাইট অপারেশন শেখানো হয় তাঁদের। শুধু তত্ত্বগত পাঠই নয়, সাম্প্রতিক পঞ্জাব এবং উত্তর ভারতের বন্যার সময় সরাসরি ত্রাণ সামগ্রী বহনের কাজেও যুক্ত ছিলেন তাঁরা। এই সময় তাঁরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যতের দায়িত্ব পালনে বিশেষ সহায়ক হবে বলে জানিয়েছে বিএসএফ।
আরও পড়ুন: চাকরি ছেড়ে শুরু অভিনব ব্যবসা, আজ মিলছে ৪ কোটির টার্নওভার, কীভাবে বাজিমাত করলেন সুরেন্দ্র?
১৯৬৯ সালে স্বরাষ্ট্র মন্ত্রকের বিমান পরিবহণ শাখার দায়িত্ব বিএসএফ-এর হাতে আসে। তারপর থেকেই বিএসএফ শুধু সীমান্তে নয়, স্বরাষ্ট্র মন্ত্রক, এনএসজি, এনডিআরএফ এবং অন্যান্য আধাসামরিক বাহিনীরও প্রয়োজনীয় বিমান সহযোগিতা দিয়ে আসছে। বর্তমানে বিএসএফ-এর বিমানবহরে রয়েছে এমআই-১৭ ১ভি, এমআই-১৭ ভি৫, চিতা ও এএলএইচ ধ্রুব প্রভৃতি হেলিকপ্টার, পাশাপাশি ভিআইপি ব্যবহারের জন্য বিশেষ জেটও। তবে দীর্ঘদিন ধরেই বিএসএফ বিমান শাখায় ফ্লাইট ইঞ্জিনিয়ারের সংখ্যা কম থাকায় কার্যত কর্মী-সংকট দেখা দিয়েছিল (Inspector Bhawna Chaudhary)।
এই ঘাটতি মেটাতেই বিএসএফ নতুন ব্যাচ তৈরি করে প্রশিক্ষণের সিদ্ধান্ত নেয়। এর আগে প্রথম ব্যাচের তিনজন অফিসার ভারতীয় বায়ুসেনার কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ব্যাচের সদস্যদের সেখানে পাঠানো সম্ভব হয়নি, যাঁদের মধ্যে ছিলেন ভাবনা চৌধুরিও (Inspector Bhawna Chaudhary)। ফলে বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিয়ে নিজস্ব প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করে। সেই অভ্যন্তরীণ প্রশিক্ষণ সফলভাবে শেষ করে ভাবনা দেশের প্রথম মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে ইতিহাস গড়লেন।
আরও পড়ুন: চাবাহার বন্দর থেকে শুরু করে ওয়াঘা বর্ডার… ভারত-আফগানিস্তানের মধ্যে কোন কোন বিষয়ে হল আলোচনা?
ভাবনার (Inspector Bhawna Chaudhary) এই অর্জন শুধু বিএসএফ নয়, গোটা দেশের জন্য গর্বের বিষয়। প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ভাবনা ও তাঁর সহকর্মীরা এখন থেকে সীমান্ত অঞ্চলে নজরদারি, উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা এবং ভিআইপি পরিবহণের মতো দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত অপারেশনেও তাঁদের যুক্ত করা হবে।
বিএসএফ আধিকারিকদের মতে, ভাবনা চৌধুরির (Inspector Bhawna Chaudhary) সাফল্য ভবিষ্যতে আরও অনেক মহিলাকে এই পেশায় এগিয়ে আসতে উৎসাহ দেবে। সীমান্তরক্ষী বাহিনীর ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা নারীর ক্ষমতায়ন এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠার পথে এক বড় পদক্ষেপ।