মহিলাদের জন্য বড় পরিকল্পনা SBI-র! নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ

Published on:

Published on:

State Bank of India is taking big steps for women.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI (State Bank of India) আগামী ৫ বছরে মহিলা কর্মীর সংখ্যা ৩০ শতাংশে বৃদ্ধি করার লক্ষ্যে একটি পরিকল্পনা তৈরি করেছে। উল্লেখ্যযে, SBI-তে এখন ২.৪ লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে। যা দেশের যেকোনও প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ এবং ব্যাঙ্কিং সেক্টরেও সর্বোচ্চ হিসেবে বিবেচিত হয়।

বড় পদক্ষেপের পথে SBI (State Bank of India):

এই প্রসঙ্গে SBI (State Bank of India)-এর HR তথা CDO কিশোর কুমার পোলুদাসু এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, “যদি আমরা ফ্রন্টলাইন কর্মীদের কথা বলি, তাহলে তাদের মধ্যে প্রায় ৩৩ শতাংশ মহিলা। তবে সামগ্রিকভাবে এই সংখ্যা ২৭ শতাংশ। তাই, আমরা এই সংখ্যাটি বৃদ্ধির করার জন্য কাজ করব।” তিনি বলেন, ব্যাঙ্ক এই ব্যবধান কমাতে এবং মহিলা কর্মীর সংখ্যা ৩০ শতাংশে বৃদ্ধির লক্ষ্য অর্জনের জন্য পদক্ষেপ নিচ্ছে।

State Bank of India is taking big steps for women.

মহিলাদের জন্য উন্নত কর্মক্ষেত্র: কিশোর কুমার পোলুদাসু আরও বলেন যে, ব্যাঙ্কের লক্ষ্য এমন একটি কর্মক্ষেত্র তৈরি করা যেখানে মহিলারা সকল স্তরে সাফল্য অর্জন করতে পারবেন। এই লক্ষ্যে, SBI (State Bank of India) নেতৃত্ব এবং কর্মজীবনের ভারসাম্য বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে। মহিলাদের জন্য ব্যাঙ্কের গৃহীত কিছু উদ্যোগের বিশদ বিবরণ দিতে গিয়ে পোলুদাসু বলেন যে, ব্যাঙ্ক কর্মজীবী ​​মায়েদের ক্রেচ ভাতা প্রদান করে, ফ্যামিলি কানেক্ট প্রোগ্রাম পরিচালনা করে এবং মাতৃত্বকালীন পরিষেবা প্রদান করে। এছাড়াও, দীর্ঘ ছুটি বা অসুস্থতাজনিত ছুটি থেকে ফিরে আসা মহিলা কর্মীদের সাহায্য করার জন্য প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করে।

আরও পড়ুন: ২৩৩ শতাংশ বেড়েছে দাম! শেয়ার বাজারে সবার নজর কাড়ছে এই কোম্পানির স্টক

মহিলাদের জন্য উদ্যোগ: এছাড়াও, তিনি জানান যে “এমপাওয়ার হার” হল নেতৃত্বের ভূমিকার জন্য মহিলাদের চিহ্নিতকরণ, পরামর্শদান এবং প্রস্তুত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। যার মধ্যে রয়েছে নেতৃত্বের ল্যাব এবং কোচিং সেশন। যার ওপর ভর করে ভবিষ্যতের জন্য মহিলা শীর্ষ আধিকারিকদের একটি শক্তিশালী দল গড়ে তোলা হবে। জানিয়ে রাখি যে, সারা দেশে SBI (State Bank of India)-এর ৩৪০ টিরও বেশি শাখা রয়েছে যেখানে কেবলমাত্র মহিলা কর্মীরা কাজ করেন এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য! এবার IPL থেকেও অবসর নিতে চলেছেন কোহলি? শুরু জল্পনা

সেরা নিয়োগকারী সংস্থা: SBI (State Bank of India) আধিকারিক আরও বলেন যে, সকল ক্ষেত্রে এবং সকল চাকরির স্তরে মহিলা কর্মীরা উপস্থিতি অন্তর্ভুক্তির প্রতি ব্যাঙ্কের প্রতিশ্রুতি প্রদর্শন করে। তিনি আরও বলেন যে, ব্যাঙ্কের আইটি বিশেষজ্ঞ আধিকারিকদের একটি দল রয়েছে। যাঁরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, ব্যাঙ্কিং কার্যক্রমের নিরাপত্তার জন্য এবং দক্ষতা ও উদ্ভাবনের উপর জোর দেয়। উল্লেখ্য যে, সম্পদের দিক থেকে SBI বিশ্বের শীর্ষ ৫০ টি ব্যাঙ্কের মধ্যে রয়েছে এবং বেশ কয়েকটি শাখা সেরা নিয়োগকারী হিসেবে স্বীকৃতিও পেয়েছে।